নতুন করে করোনা সংক্রমণ বাড়ার কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে জাতীয় ক্রিকেট লিগের ২২তম আসর। বাকি চার রাউন্ড আবার কবে মাঠে ফিরবে সে বিষয়ে নিশ্চয়তা নেই। স্থগিত হওয়ার আগে দ্বিতীয় রাউন্ডের দুই ম্যাচের ভেন্যু ছিল কক্সবাজারের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম। যেখানে চট্টগ্রাম বিভাগ ও ঢাকা মেট্রো এবং ঢাকা বিভাগ ও সিলেট বিভাগের মধ্যকার ম্যাচ দুইটি ড্র দিয়ে শেষ হয়েছে।

টায়ার-১ এর ম্যাচে কক্সবাজারের একাডেমি মাঠে মুখোমুখি হয়েছিল সিলেট বিভাগ ও ঢাকা বিভাগ। মূল স্টেডিয়ামে হয়েছিল চট্টগ্রাম বিভাগ ও ঢাকা মেট্রোর ম্যাচ, এটি ছিল টুর্নামেন্টের দ্বিতীয় স্তরের ম্যাচ।

ঢাকা বিভাগের বিপক্ষে ম্যাচে আগে ব্যাট করে জাকির হাসানের ক্যারিয়ার সেরা ১৫৯ ও জাকের আলী এবং আসাদউল্লাহ আল গালিবের সমান ৬৭ রানের ওপর ভর করে স্কোরবোর্ডে ৩৭০ রান জমা করে সিলেট বিভাগ। এই ইনিংসে ঢাকা বিভাগের হয়ে বল হাতে ৪ উইকেট নেন শুভাগত হোম চৌধুরী। পরে অবশ্য ব্যাট হাতেও রান পান তিনি। তুলে নেন প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের ১৩তম শতক। 

এরপরেও সুবিধা করতে পারেনি ঢাকা, গুটিয়ে যায় ২৮০ রানে। সিলেটের হয়ে বাজিমাত করেন রাহাতুল ফেরদৌস। মাত্র ৭৫ রান খরচ করে একাই ৭ উইকেট তুলে নেন তিনি। ফলে প্রথম ইনিংসে ৯০ রানের লিড পায় সিলেট।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আরও ২১৯ রান জমা করে কোচ রাজিন সালেহর শিষ্যরা। সর্বোচ্চ ৮২ রান আসে গালিবের ব্যাট থেকে। ৩১০ রানের লক্ষ্য টপকাতে নেমে চতুর্থ ও শেষ দিনে ৫ উইকেট হারিয়ে ১৪৭ রান তুলতে পারে ঢাকা বিভাগ। ফলে ড্র-তে শেষ হয় এ ম্যাচ।

অপর ম্যাচে প্রথম ইনিংসে পিনাক ঘোষের ১৫৯ রানের কল্যাণে ৪০২ রান তুলে ইনিংস ঘোষণা করে চট্টগ্রাম বিভাগ। পরে জাহিদুজ্জামান ও শামসুর রহমানের ফিফটির পরেও ২৬৭ রানের বেশি করতে পারেনি ঢাকা মেট্রো। চট্টগ্রামের হয়ে দ্বিতীয় ইনিংসে অর্ধশতক হাকান মাহমুদুল হাসান জয়, করেন ৭৮ রান। সঙ্গে সাদিকুরের ৪৭ রানের কল্যাণে স্কোর বোর্ডে ২৩৪ রান তুলে আবার ইনিংস ঘোষণা করে চট্টগ্রাম।

পরে ৩৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জয়ের সুযোগ তৈরি করতে পারেনি ঢাকা মেট্রো। আজ (বৃহস্পতিবার) শেষ দিনে ২ উইকেট হারিয়ে ১৪৮ রান তুলতে পারে তারা। ফলে এ ম্যাচটিও ড্র-তে শেষ হয়। ঢাকা মেট্রোর ব্যাটসম্যান জাহিদুজ্জামান ৬১ রানে অপরাজিত থাকেন। তবে দুই ইনিংসের একটিতেও রানের দেখা পাননি বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। চট্টগ্রামের হয়ে প্রথম ইনিংসে ১১ রানের পর দ্বিতীয় ইনিংসে ১৩ রান করেন তিনি।

টিআইএস/এমএইচ