লঙ্কানদের কচু-কাটা করে সুপার ফোরের পথে আফগানরা!
বাংলাদেশের বিপক্ষে বড় হারে টুর্নামেন্টে টিকে থাকতে কঠিন সমীকরণ মেলাতে হবে আফগানিস্তানকে। শ্রীলঙ্কার বিপক্ষে শুধু জয় পেলেই হবে না। রানরেটের সমীকরণও মাথায় রাখতে হচ্ছে। আর সেই পথে ভালোভাবেই এগোচ্ছে আফগানরা।
শ্রীলঙ্কা ৫০ ওভার শেষে করেছে ৮ উইকেটে ২৯১ রান করে। কাজেই, আফগানিস্তানকে সুপার ফোরে যেতে হলে ৩৭.১ ওভারের মধ্যেই নিজেদের জয় নিশ্চিত করতে হবে।
বিজ্ঞাপন
এই রিপোর্ট লেখা পর্যন্ত, ৩০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২২৫ রান সংগ্রহ করেছে আফগানিস্তান। তাদের জয়ের জন্য আরও করতে হবে ৬৭ রান। তবে সেটা ৫০ ওভারে করলে ম্যাচ জিতেও রান রেটের ব্যবধানে পিছিয়ে থেকে গ্রুপ পর্ব থেকে বাদ পড়তে হবে।
আফগানিস্তান যদি এই বাকি ৬৭ রান ৩৭.১ ওভারের মধ্যে অর্থাৎ এখন থেকে পরের ৪৩ বলের মধ্যে জয়ের বন্দরে পৌঁছাতে পারে তাহলে ম্যাচ জেতার সঙ্গে সুপার ফোরও নিশ্চিত করবে তারা।
বিজ্ঞাপন
এইচজেএস