পরীক্ষা-নিরীক্ষার বাংলাদেশ দলে এই মুহূর্তে নেই দীর্ঘদিনের অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ। সাত নাম্বারের গুরুত্বপূর্ণ স্থানে আসছে না রান, তাতে দল পড়ছে বিপদে। সুপার ফোরের দুই ম্যাচেই এই পজিশনে নেমে শামীম পাটোয়ারি হতাশ করেছেন দলকে। দেশের ক্রিকেট ভক্তদের মাঝে তাই ৩৭ বছর বয়েসী রিয়াদের চাহিদা বেড়েছে আরও বেশি। 

গতকাল সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ রিয়াদের বিষয়ে সরাসরি কোনো প্রশ্ন না হলেও অভিজ্ঞ ব্যাটারের জায়গায় যারা খেলেছেন তাদের নিয়ে প্রশ্ন উঠে এসেছিল। নবীন তারকাদের নিয়ে বাংলাদেশ সন্তুষ্ট কি না-এমন প্রশ্নই ছুঁড়ে দেওয়া হয় অধিনায়ক সাকিব আল হাসানের দিকে। তবে মাহমুদউল্লাহর এই বিষয়টি অপ্রাসঙ্গিক বলে উত্তর দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

সাকিব বলেন, ‘সর্বশেষ তিন সিরিজে রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ) ছিলেন না। তখন আপনারা এসব কথা বলেছেন কি না, জানি না। কিন্তু এখন বলছেন। আমার মনে হয় বিষয়টা অপ্রাসঙ্গিক। তাঁর জায়গায় দলে এসেছিল তাওহীদ হৃদয়।'

রিয়াদের বদলে দলে আসা শামীম হোসেন পাটোয়ারীরা কেমন খেলছেন এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘দেখুন আপনি আরেকটা ভুল প্রশ্ন করলেন। রিয়াদ ভাইয়ের জায়গায় যাকে দলে আনা হয় সে হচ্ছে তাওহীদ হৃদয়।’

এদিকে ম্যাচ হারের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছেও প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয় মাহমুদউল্লাহ থাকলে এমন পরিস্থিতিতে বাংলাদেশ দল জিততে পারতো কিনা। এমন প্রশ্নের জবাব অবশ্য বেশ কৌশলেই দিয়েছেন বিসিবি বস।

পাপন বলছিলেন, 'এটা বলা মুশকিল। রিয়াদ নিঃসন্দেহে খুবই ভালো ব্যাটার, এটাতে কোনো সন্দেহ নেই। শ্রীলঙ্কার ম্যাচের কথা যদি বলি হতে পারতো। রিয়াদ যেহেতু আগের সিরিজগুলোতে ছিল না, হঠাৎ করে তাকে এশিয়া কাপ খেলানোটাও ঝুঁকি ছিল। তবে তার সামনে সুযোগ রয়েছে।'

এসএইচ/জেএ