সোহাগ গাজী ও ক্রিস গেইল /ফাইল ছবি

টেস্ট ক্রিকেট মানেই সত্যিকার অর্থে ‘টেস্ট।’ এই পরীক্ষায় তাড়াহুড়ো নেই তেমনটা। ক্রিকেটীয় দক্ষতা দেখানোর দারুণ এক মঞ্চ। ৫ দিনের সাদা পোশাকের ক্রিকেটে দেখে-শুনেই শুরু করেন সবাই। কিন্তু ব্যাটসম্যানটি যখন ক্রিস গেইল তখন কী আর এতোসব ব্যকরণ মেনে কিছু হয়? যার ব্যাটে চার-ছক্কা মানে ডাল-ভাত! তাই বলে টেস্ট ম্যাচের প্রথম বলেই ছক্কা?

বিস্ময়কর হলেও সত্য, প্রায় দেড়শ বছরের পুরনো টেস্ট ক্রিকেটে প্রথম এমন কীর্তি গড়েন ওয়েস্ট ইন্ডিজের গেইল। সেটি আবার বাংলাদেশের বিপক্ষে। ২০১২ সালে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম হয়েছে এই ঘটনার সাক্ষী। 

সেটি ছিল স্পিনার সোহাগ গাজীর অভিষেক টেস্ট। অভিজাত ফরম্যাটে অভিষেকেই তখনকার অধিনায়ক মুশফিকুর রহিম তার হাতে তুলে দেন বল। কিন্তু কে জানতো প্রথম বলেই চুপসে যাবেন সোহাগ। তার করা প্রথম বলেই লং অন দিয়ে ছক্কা হাঁকালেন গেইল। ব্যস, লেখা হয়ে যায় ইতিহাস! ১৮৭৭ সালে শুরু টেস্ট ফরম্যাটের যাত্রা। তারপর এমন ঘটনা সেবারই প্রথম। টেস্টে ম্যাচের প্রথম বলে ছক্কা! 

অবশ্য সেই সোহাগের বলেই সেদিন (২০১২ সালের ১৩ নভেম্বর) আউট হন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটিং দানব! ১৭ বলে ২৪ রান তুলে শেষ করেন তার ছোট্ট ইনিংস। অনেকেই বলেন সেদিন হোম অব ক্রিকেটে ইতিহাস গড়ে সোহাগ গাজীকেও ‘বিখ্যাত’ করে গেছেন গেইল। টেস্ট ম্যাচের প্রথম বলে ছক্কা হাঁকানোর রেকর্ডে যে জড়িয়ে আছে পটুয়াখালীর বোলারটির নাম!
 
এটি/এনইউ