আইপিএলে যেসব রেকর্ডের সামনে দাঁড়িয়ে কোহলি
বিরাট কোহলি
ব্যাট হাতে বিরাট কোহলি গড়েছেন অসংখ্য রেকর্ড। জাতীয় দলের পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) দাপট দেখান তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএলে সফল না হলেও এই টুর্নামেন্টে ব্যাট হাতে ঠিকই সফল দলটির অধিনায়ক কোহলি।
২০২১ আইপিএলে ইনিংস উদ্বোধন করবেন বলে আগেই জানিয়ে রেখেছেন তিনি। এবার তার সামনে সুযোগ আগামী আসরেই বেশকিছু রেকর্ড নিজের করে নেওয়ার। আইপিএলে এখন পর্যন্ত ১৯২টি ম্যাচ খেলেছেন কোহলি। সবকিছু ঠিক থাকলে চলতি মৌসুমেই আইপিএলে ২০০তম ম্যাচ খেলবেন তিনি।
বিজ্ঞাপন
আইপিএলে তার রান ৫৮৭৮। আর ১২২ রান করলেই তিনি ৬০০০ রানের মাইলফলক স্পর্শ করবেন কোহলি। এই প্রতিযোগিতায় সবচেয়ে বেশি রানও তার।
সব ধরনের টি-টোয়েন্টি ম্যাচ মিলিয়ে ১০ হাজার রান করে ফেলার সুযোগ রয়েছে কোহলির সামনে। এবারের আইপিএলে ২৬৯ রান করলেই তিনি ছুঁয়ে ফেলবেন ওই মাইলফলক।
বিজ্ঞাপন
আইপিএলে ৪৪টি ফিফটি রয়েছে কোহলির। ছয়টি পঞ্চাশ করলেই ৫০টি ফিফটি করে ফেলবেন তিনি। তবে কোহলি যদি ৪টি ফিফটি করতে পারেন তাহলে বেঙ্গালুরের হয়ে ৫০টি ফিফটি করে ফেলবেন তিনি।
গত মৌসুমে সব ধরনের টি-টোয়েন্টি ক্রিকেট মিলিয়ে কোহলির গড় ৫১.৯৩। অন্তত ১৫ ইনিংস খেলেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে ৪ নম্বরে রয়েছেন তিনি।
এমএইচ/এটি