অধিনায়ক শান্তকে নিয়ে গর্বিত তার স্ত্রী
ফাইল ছবি
চলমান নিউজিল্যান্ড সিরিজের শেষ ওয়ানডের দলে নেই লিটন দাস। যে কারণে এক ম্যাচের জন্য অধিনায়ক হিসেবে দেখা যাবে নাজমুল হোসেন শান্তকে। এই টপ অর্ডার ব্যাটার প্রথমবার জাতীয় দলকে নেতৃত্ব দিতে যাওয়ায় গর্বিত তার স্ত্রী সাবরিন রত্না।
সামাজিক যোগাযোগমাধ্যমে রত্না লিখেছেন, 'অধিনায়ক হওয়ার জন্য আমরা তোমাকে নিয়ে খুবই গর্বিত। সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার ওপর বিশ্বাস রাখো এবং ধৈর্য ধরো। আমাদের নতুন অধিনায়ক, তোমার জন্য আমরা আনন্দিত।'
বিজ্ঞাপন
We are very proud of you for being Captain Always keep faith in Allah (SWT) and be patience. So happy for you our new Skipper Nazmul Hossain Shanto
Posted by Sabrin Ratna on Monday, September 25, 2023
ম্যাচের আগের দিন আজ সংবাদ সম্মেলনে এসে অধিনায়কত্ব পাওয়া নিয়ে শান্তও জানিয়েছেন তার ভালো লাগার কথা।
বিজ্ঞাপন
তিনি বলছিলেন, ‘আলহামদুলিল্লাহ! ক্রিকেটার হিসেবে এটি আমার জন্য খুবই গর্বের বিষয়। সেই সঙ্গে আমার পরিবারের সদস্যদের জন্যও গর্বের ব্যাপার। ক্রিকেট বোর্ড আমাকে এই সুযোগটা তৈরি করে দিয়েছে। আমি খুবই রোমাঞ্চিত, কালকের দিনটি খুব উপভোগ করব।’
এসএইচ/এইচজেএস