সর্বশেষ বিশ্বকাপ আসরে দুর্দান্ত খেলার পরও রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল নিউজিল্যান্ডকে। এবার তো দলের অন্যতম প্রধান তারকা পেসার টিম সাউদিকে ছাড়াই খেলার শঙ্কা তৈরি হয়। তবে শেষ মুহূর্তে ভারতের বিমান ধরেছেন তিনিও। যদিও আঙুলে অস্ত্রোপচার করার পর সাউদি এখনও পুরোপুরি সেরে ওঠেননি। সর্বশেষ গত ১৫ সেপ্টেম্বর লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ ও শেষ ওয়ানডেতে চোট পান এই পেসার।

এর আগে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) ঘোষিত বিশ্বকাপ দলে ছিলেন সাউদি। এরপর ইংলিশদের সঙ্গে খেলতে নেমে স্লিপে জো রুটের ক্যাচ ধরতে গিয়ে তার আঙুলের হাড় স্থানচ্যুত হয়। অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়ার পর জানানো হয়েছিল, সাউদি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে পারবেন কিনা, সে বিষয়ে আগামী সপ্তাহের শুরুর দিকে সিদ্ধান্ত নেওয়া হবে। সাউদির খেলা নিয়ে এখনও নিশ্চয়তা না থাকায় রিজার্ভ পেসার হিসেবে দলে রাখা হয়েছে কাইল জেমিসনকে।

আরও পড়ুন >> অভিনব উপায়ে নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

আজ (বুধবার) ক্রাইস্টচার্চ থেকে নিউজিল্যান্ড দলের একটি অংশ ভারতের উদ্দেশে উড়াল দেবে। বাংলাদেশ থেকে যাবে নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলের আরেকটি অংশ। গতকাল শেষ হওয়া বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজে দলের সঙ্গে ছিলেন জেমিসন। আগে ঘোষিত বিশ্বকাপ দলে তিনি না থাকলেও শেষ মুহূর্তে তিনিও ডাক পেয়েছেন। ঘরের মাঠে বাংলাদেশ কিউইদের কাছে ১৫ বছর পর সিরিজ হেরেছে।

ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, বিশ্বকাপে নিউজিল্যান্ড দলের সঙ্গে যোগ দিতে আগামী শনিবার ভারতের উদ্দেশে উড়াল দেবেন সাউদি। আগামী ৫ অক্টোবর থেকে ভারতে শুরু হবে বিশ্বকাপ। উদ্বোধনী দিনে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। এ ম্যাচের আগেই ফিট হয়ে ওঠার আশায় আছেন সাউদি। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলার সুযোগ পেলে সাউদির ক্যারিয়ারে এটি হবে পঞ্চম বিশ্বকাপ।

আরও পড়ুন >> বিশ্বকাপে অনিশ্চিত সাউদি

ভারতের মাটিতে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠছে আইসিসির এই মেগা আসরের। এর দুদিন পরে (৭ অক্টোবর) ধর্মশালায় বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তানের। এবারের আসরে সবমিলিয়ে ৪৮টি ম্যাচ হবে ভারতের ১০টি ভেন্যুতে। 

এএইচএস