মুশফিকের বাবার বিশ্বাস
‘সাকিবকে ছাড়িয়ে যাবে মিরাজ’
বাংলাদেশ ক্রিকেট দলে জেনুইন অলরাউন্ডার খুব একটা দেখা যায় না। সেখানে ‘সবেধন নীলমণি’ হয়ে আছেন একজনই— সাকিব আল হাসান। তবে সাম্প্রতিক সময়ে সাকিবের সঙ্গী হয়েছেন মেহেদি হাসান মিরাজ। কেউ কেউ তো একধাপ এগিয়ে বলছেন, সাকিবকে টেক্কা দেওয়ার সামর্থ্যও আছে মিরাজের!
গতকাল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে ব্যাট হাতে ৫৭ রানের পাশাপাশি বল হাতে ৩ উইকেট নেন মিরাজ। বছর খানেক ধরে দলের প্রয়োজনে যেকোনো পজিশনে ব্যাট করছেন তিনি। সবচেয়ে বড় ব্যাপার— ব্যাটিং অর্ডার অস্থায়ী হওয়ার পরও সফলতা পাচ্ছেন মিরাজ।
বিজ্ঞাপন
এই তরুণ অলরাউন্ডারের প্রশংসা করতে গিয়ে মুশফিকুর রহিমের বাবা বলেছেন, ভবিষ্যতে সাকিবকে ছাড়িয়ে যাবে মিরাজ। তিনি বলেন, 'মিরাজ তো আমাদের অধিনায়ক। মিরাজই আমাদের ভবিষ্যতের অধিনায়ক। মিরাজ সাকিবকেও ছাড়িয়ে যাবে, আমার বিশ্বাস। ক্যাপ্টেন হিসেবে চিন্তা ছাড়াই সে প্রথম চয়েস।'
তামিম ইকবাল না থাকায় তাকে মিস করছেন কি না এমন প্রশ্নে মুশফিকের বাবা বলেন, 'অবশ্যই মিস করছি। ওর ইনজুরি না হলে আমরা আরও ভালোভাবে এগোতে পারতাম। দল আরও বুস্ট আপ হতো।'
বিজ্ঞাপন
তামিমের বদলে ওপেনার হিসেবে রয়েছেন তানজিদ হাসান তামিম। তাকে নিয়ে মুশফিকের বাবা বলেন, 'জুনিয়র ছেলে তো, প্রথম দিন একটু খারাপ হবেই। আন্তর্জাতিক খেলা আর লোকাল খেলা তো এক নয়। আন্তর্জাতিক ম্যাচ অনেক কঠিন। এই জায়গায় প্রথম প্রথম ওদের একটু সমস্যা হতে পারে।'
এসএইচ/এইচজেএস