বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। যেখানে বড় ভূমিকা ছিল স্পিনারদের। যার মূল কারিগর ছিলেন মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান। যে কারণে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগের দিন সাকিবদের প্রশংসা করলেন রঙ্গনা হেরাথ।

টাইগারদের স্পিন বোলিং কোচ বলছিলেন, ‘স্পিনাররা ভালো করেছে। তবে তাদের দক্ষতার বাইরে বড় বিষয় হলো তারা উইকেটটা বুঝতে পেরেছিল (প্রথম ম্যাচে)। এরপর তারা পরিস্থিতি বুঝে বল করেছে। আমি নিশ্চিত, (ইংল্যান্ডের বিপক্ষে) এ দুই স্পিনারই (সাকিব ও মিরাজ) বল করবে, কন্ডিশন বুঝে পিচের চরিত্র অনুযায়ী তারা বল করবে।’

প্রথম ম্যাচে দারুণ বল করা দুই স্পিনারকে পূর্ণ নম্বরই দিচ্ছেন হেরাথ, ‘সত্যি বলতে, তাদের (সাকিব ও মিরাজ) ১০-এ ১০ দেব। আগেই যেমন বলেছি, তারা পিচের চরিত্র বুঝে নিজেদের লাইন ও লেংথ ঠিক করেছে। ফিল্ডিংও আক্রমণাত্মক ছিল। এ কারণে আমি তাদের বোলিংয়ে শতভাগ খুশি।’ 

এদিকে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে সাকিবদের বার্তাও দিয়ে রেখেছেন হেরাথ, ‘নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলাটা খুব গুরুত্বপূর্ণ। সেটা অ্যাপ্রোচ ও শরীরী ভাষায় থাকতে হবে। এই একই মানসিকতা থাকতে হবে আমাদের। নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলতে পারলে জয়ের সুযোগ আছে।’

এসএইচ/এইচজেএস