বাংলাদেশকে পাত্তাই দিল না শ্রীলঙ্কা
শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ ইমার্জিং দল। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় তারা। ফলে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হয়ে যায় সিরিজ নির্ধারণী। গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশকে স্রেফ উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কা। ৫ উইকেটের জয়ে ২-১ ব্যবধানে সিরিজও নিশ্চিত করেছে লঙ্কানরা।
রোববার (২২ অক্টোবর) ডাম্বুলায় টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ৪৭ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২২৩ রান তুলে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৫ বলে ৭৯ রান করেন শাহাদাত হোসেন দিপু। জবাবে খেলতে নেমে ৩১ ওভার ২ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় লঙ্কানরা।
বিজ্ঞাপন
ছোট লক্ষ্য তাড়ায় শুরুতেই হোঁচট খায় লঙ্কানরা। ইনিংসের তৃতীয় বলেই সোহান ডে লিভারাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন রিপন মণ্ডল। তবে তিনে নেমে সেই ধাক্কা সামাল দিয়েছেন পবন রাথানায়েকে। ৮১ রানের সেই জুটিও ভেঙেছেন রিপন। এই পেসারের ফাঁদে পড়ার আগে শেনন ড্যানিয়েল করেছেন ২৮ রান।
এরপর আর খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশী বোলাররা। সহজেই রান তুলেছেন লঙ্কান ব্যাটাররা। রাথানায়েকের ৮৫ রানের ইনিংসে ভর করে ১১২ বল হাতে রেখে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে গেছে স্বাগতিকরা। বাংলাদেশের হয়ে ৪৩ রানে ৩ উইকেট শিকার করেছেন রিপন।
বিজ্ঞাপন
এর আগে ব্যাটিং করতে নেমে ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ। ৩২ রান করে পারভেজ ইমন ফেরায় ভাঙে ৫৭ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার প্রীতম কুমারের ব্যাট থেকে এসেছে ৩৫ রান। তবে তিনে নেমে ব্যর্থ হয়েছেন প্রান্তিক নওরোজ নাবিল।
ওপেনাররা ভালো শুরু পেয়ে ইনিংস বড় করতে না পারলেও দুর্দান্ত ব্যাটিং করেছেন শাদাত দিপু। এই মিডল অর্ডার ব্যাটার ৭৫ বলে করেছেন ৭৯ রান। তবে এরপর আর কেউই সুবিধা করতে পারেননি। লোয়ার মিডল অর্ডারের ব্যর্থতায় ২২৩ রানেই থামতে হয়েছে বাংলাদেশকে।
এইচজেএস