শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে চার দিনের ম্যাচের দ্বিতীয় দিনেও চলেছে বাংলাদেশ ইমার্জিং দলের ব্যাটিংয়ের দাপট। আইচ মোল্লার সেঞ্চুরি ও শাহাদাত হোসেন দিপুর নব্বই ছোঁয়া ইনিংসে রান পাহাড় গড়েছে মাহমুদুল হাসান জয়ের নেতৃত্বাধীন দল।

ডাম্বুলায় দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ৪৭২ রান। এদিন খেলা হওয়া ৭৭ ওভারে ৬ উইকেটে ৩০৫ রান যোগ করেছে তারা। প্রথম শ্রেণির ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরিতে ১৪৭ রান করেছেন আইচ। তবে স্রেফ ৭ রানের জন্য সেঞ্চুরি ছুঁতে পারেননি শাহাদাত।

গতকাল বৃহস্পতিবার দিনের ষষ্ঠ ওভারে ফেরেন ৬০ রান করা জয়। তার বিদায়ে ভাঙে আইচের সঙ্গে গড়া ১২০ রানের দ্বিতীয় উইকেট জুটি। পরে আইচ ও দিপু মিলে যোগ করেন ১৫০ রান। ক্যারিয়ারের সপ্তম ম্যাচে এসে প্রথম তিন অঙ্কের স্বাদ পেলেন আইচ। দলকে সাড়ে তিনশর দুয়ারে রেখে ফেরেন দিপু। ১৫৬ বলে ৬ চার ও ২ ছক্কায় ৯৩ রান করেন তিনি। 

এর কিছুক্ষণ পরে ড্রেসিং রুমের পথ ধরেন আইচও। ২৯৯ বলের ইনিংসে ১৯টি চার মারেন ২০ বছর বয়সী ওপেনার। দিনের শেষ ভাগে একপ্রান্ত আগলে রাখেন প্রীতম। ৪ চার ও ১ ছক্কায় ৪৭ বলে ৪৪ রানে অপরাজিত আছেন এই উইকেটকিপার ব্যাটার।

বাংলাদেশ ইমার্জিং দল ১ম ইনিংস: ৪৭২/৭ (১২৩ ওভার)

(আইচ ১৪৭, জয় ৬৬, শাহাদাত ৯৩, মামুন ২৬, প্রিতম ৪৪*, শরীফ ১০, মুরাদ ২১, রিপন ০*; মালিঙ্গা ২৫-১-৯৭-৩, প্রেমারাত্নে ২৩-৩-৮৪-২, উইজেসিংহে ২১-৪-৭৩-০, সেনারাত্নে ২৬-২-১২৪-১, দুলশান ২৫-৩-৭২-১, দিনুশা ৩-০-১১-০)

এইচজেএস