দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের ধারায় ফেরার লক্ষ্যে লড়ছে পাকিস্তান। ম্যাচ চলাকালেই তাদের স্পিন অলরাউন্ডার শাদাব খান মাথায় পেয়েছেন। পরে তার কনকাশন-বদলি হিসেবে মাঠে নেমেছেন আরেক লেগ-স্পিনার উসামা মির। চলতি বিশ্বকাপে তিনি প্রথম কোনো কনকাশন-বদলি ক্রিকেটার। বদলি নেমে উসামা সাফল্যও পেয়েছেন। পঞ্চম বলেই প্রোটিয়া ব্যাটার ফন ডার ডুসেনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন তিনি।

এদিন দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারেই চোট পেয়েছেন শাদাব। প্রথম ওভারে আক্রমণে আসেন ইফতিখার আহমেদ। তার করা দ্বিতীয় বলটি মিড অনে ঠেলে দিয়ে টেম্বা বাভুমা রানের জন্য দৌড়ান। দ্রুত বল তুলে নিয়ে থ্রো করেন শাদাব। কিন্তু থ্রো করার পরই তিনি মাঠে পড়ে যান। মাটিতে মাথায় জোরে আঘাত পান তিনি। এরপর প্রাথমিক চিকিৎসা শেষে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। এরপর আর মাঠে নামেননি তিনি।

পরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) উসামাকে শাদাবের কনকাশন বদলি হিসেবে নামানোর ঘোষণা দেয়। তখন দক্ষিণ আফ্রিকার ইনিংসের ১৫তম ওভার চলছিল। শাদাবের বদলি হিসেবে আগে থেকেই ফিল্ডিং করা উসামা বল হাতে নেন ১৯তম ওভারে। সেই ওভারে তিনি উইকেটও নেন।

এখন পর্যন্ত উসামা ৬ ওভার করেছেন। ৪১ খরচায় তিনি নিয়েছেন এক উইকেট। এছাড়া একটি ক্যাচও নিয়েছেন তিনি।

এর আগে প্রথমে ব্যাট করা পাকিস্তান বাবর আজম ও সৌদ শাকিলের ফিফটিতে ২৭১ রানের লক্ষ্য ছুড়ে দেয়। সেই রান তাড়া করছে দক্ষিণ আফ্রিকা। এইডেন মার্করামের অপরাজিত ৭০ পেরোনো ইনিংসে তারা জয়ের পথে রয়েছে।

এএইচএস