উত্তেজনার পারদ ছড়িয়ে শেষ হলো এবারের বিশ্বকাপের অন্যতম সেরা ম্যাচ। চেন্নাইয়ে পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ উত্তাপ ছড়িয়েছে বেশ। তবে শেষ পর্যন্ত ১ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে প্রোটিয়ারা। শেষদিকে মাথা ঠান্ডা রেখে দক্ষিণ আফ্রিকাকে জয় এনে দেন কেশব মহারাজ। 

ক্ষণে ক্ষণে রঙ বদলানো এই ম্যাচে এসেছে নাটকীয়তা। বারবার বাঁক বদলেছে ম্যাচের। দেখা গিয়েছে একাধিক স্মরণীয় মুহূর্ত। দেখে নেওয়া যাক পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের বিশেষ মুহূর্তগুলো 


দলে ফিরেই জ্বলে উঠলেন তাবরাইজ শামসি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে ধুঁকছে পাকিস্তানও।


সৌদ শাকিল ও শাদাব খানের ৭১ বলে ৮৪ রানের জুটিতে আড়াইশো পেরোয় পাকিস্তানের ইনিংস।



পাকিস্তানের একাদশে ফিরেই ঝড় তুলছেন ওয়াসিম জুনিয়র। দক্ষিণ আফ্রিকার গুরুত্বপূর্ণ দুটি উইকেট তুলে নিয়ে তিনি পাকিস্তানকে লড়াইয়ে ফিরিয়েছেন!

জেএ