জন্মদিনে অনন্য কীর্তিতে ম্যাচসেরা কোহলি
ইডেন গার্ডেন্সে ম্যাচ শুরুর আগে থেকেই ‘কোহলি কোহলি’ স্লোগানের জোয়ার উঠেছিল। সমর্থকদের হতাশ করলেন না ভারতীয় তারকা এই ব্যাটার। নিজের ৩৫ তম জন্মদিনে খেলতে নেমে ছুঁলেন শচীন টেন্ডুলকারের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ৪৯ সেঞ্চুরির রেকর্ড। জন্মদিনে সেরা উপহারটা যেন নিজেই নিজেকে দিলেন ভারতীয় তারকা!
কোহলির ১২১ বলে ১০১ রানের অপরাজিত ইনিংসে ভর করে প্রোটিয়াদের ৩২৭ বড় টার্গেট দেয় ভারত। জবাবে ব্যাট করতে নেমে শামি-জাদেজাদের বোলিং তোপে মাত্র ৮৩ রানে গুটিয়ে গেছে টেম্বা বাভুমার দল। ২৪৩ রানের রেকর্ড ব্যবধানে জয়ের দিনে ম্যাচসেরার পুরস্কারও জিতলেন কোহলি।
বিজ্ঞাপন
অবশ্য ভারতের জয়ে অন্যতম অবদান রবীন্দ্র জাদেজারও। ব্যাট হাতে ১৫ বলে ২৯ রানের ক্যামিওর পর বল হাতে এদিন পাঁচ উইকেট শিকার করেছেন জাড্ডু। কোহলির অমন সেঞ্চুরি না হলে হয়তো ম্যাচসেরার ইনিংসটা তার দখলেই যেত
আরও পড়ুন
বিজ্ঞাপন
।
বিশ্বকাপের হাই-ভোল্টেজ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের ৪৯তম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন কোহলি। সবমিলিয়ে এটি তার ৭৯তম সেঞ্চুরি। ক্রিকেটের নন্দনকানন ইডেনে জন্মদিনে শতরান করে কোহলি ধন্যবাদ জানান ঈশ্বরকে। বললেন, ‘জন্মদিনের দিন শতরান করতে পেরেছি। ঈশ্বরকে ধন্যবাদ আমাকে এমন সুযোগ করে দেওয়ার জন্য। সেটাও আবার এমন একটা মাঠে।’
গ্যালারি ঠাসা ইডেন অপেক্ষা করছিল জন্মদিনে কোহলির শতরান দেখার জন্য। সেই অপেক্ষা সার্থক হয়েছে। কোহলি বলেন, ‘এমন বিশাল সংখ্যক দর্শকের সামনে শতরান করতে পেরেছি। দারুণ অনুভূতি।’
ম্যাচের শুরু থেকেই সাবধানী ইনিংস খেলেছেন কোহলি। আগের দুইবার নিজেকে শেষ সময়ে ধরে রাখতে পারেননি। নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৫ আর শ্রীলঙ্কার বিপক্ষে ৮৮ রানের পর এবার আর সেই ভুল করলেন না। অনেকটা সময় নিয়ে নিজেকে সামাল দিয়েছেন কোহলি। সেঞ্চুরিও এসেছে অনেকটা সময় পর। তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করতে খেলেছেন ১১৯ বল।
ইনিংসে লুঙ্গি এনগিডি আর কাগিসো রাবাদা বারবার ইয়র্কার কিংবা তাবরাইজ শামসির একের পর এক ওয়াইডেও মনোঃসংযোগে বিঘ্ন ঘটেনি কোহলির। নিজেকে ধরে রেখেছেন। আগের ইনিংসগুলোর মত সিদ্ধান্তহীনতা কিংবা তাড়াহুড়োও করেননি। ইডেনের বিশাল নীলের সমুদ্রে ঠিকই নিজেকে নিয়ে গিয়েছেন অনন্য এক উচ্চতায়।
এফআই