বিরাট কোহলি যখন দিল্লির গলিতে ক্রিকেট খেলেন, তখন ভারতের উদীয়মান তারকা শচীন টেন্ডুলকার। সেই সময়ে, ভারতের কতশত ছেলে শচীনকে দেখে ব্যাট হাতে নিয়েছে, টিফিনের ফাঁকে স্কুলের মাঠে তার ব্যাটিংয়ের ধরন কপি করার চেষ্টা করেছে সেটার হিসেব মেলানো ভার! এই শত ছেলেরদের মধ্যে একজন কোহলিও ছিল। যে শচীনকে দেখে ক্রিকেটের প্রেমে পড়েছে, ক্রিকেটের সঙ্গে বন্ধুত্ব করেছে।

এখন অনেকেই বিশ্বাস করেন, শচীন টেন্ডুলকারের একশো সেঞ্চুরির রেকর্ড ভেঙে নতুন করে ইতিহাস লিখবেন কোহলি। সেই পথেই হাঁটছেন তিনি, কিন্তু গন্তব্যটা এখনো অনেক দূর! তবে একটা জায়গায় গতকাল শচীনকে ছুঁয়ে ফেলেছেন কোহলি। ওয়ানডেতে রেকর্ড ৪৯ সেঞ্চুরির মালিক এখন যৌথভাবে বিরাট-শচীন।

একটা সময় যাকে টিভিতে দেখে স্বপ্ন বুনতেন এবার তার সঙ্গে একই আসনে বসেছেন, কোহলির জন্য এটা বিশেষ, 'যখন ব্যাটিংয়ের প্রসঙ্গ আসে, তখন সে (শচীন) সেরা। এ কারণেই আমরা সবাই তার দিকে তাকাই। আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করছি, দেশকে ম্যাচ জেতাতে চেষ্টা করছি। যা কিছুই হোক না সে সবসময়ই আমার নায়ক। এটা আমার জন্য আবেগঘন মুহূর্ত। আমি তাকে টিভিতে খেলতে দেখতাম, এখন তার কাছ থেকে শুভকামনা পেয়েছি এটা আমার জন্য অনেক কিছু।'

কোহলির এমন প্রাপ্তিতে অভিনন্দ জানিয়েছেন শচীন। তিনি 'এক্সে' লিখেছেন, 'দারুণ ইনিংস বিরাট। এ বছরের শুরুতে ৪৯ (বছর) থেকে ৫০ এ যেতে আমার ৩৬৫ দিন লেগেছে। আশা করি, তুমি কয়েক দিনের মধ্যেই ৪৯ (ওয়ানডে সেঞ্চুরি) থেকে ৫০ এ যাবে এবং আমার রেকর্ড ভেঙে দেবে।'

নিজের হিরোর থেকে শুভেচ্ছে পেয়ে উচ্ছ্বসিত কোহলি। তিনি বলেন, 'টেন্ডুলকারের বার্তা আমার জন্য সত্যিই বিশেষ। সত্যি বলতে, ওয়ানডেতে আমার নায়কের রেকর্ড স্পর্শ করতে পারা আমার জন্য অনেক সম্মানের। আমি জানি, মানুষ (শচীনের সঙ্গে কোহলিকে) তুলনা করতে পছন্দ করে কিন্তু আমি কখনোই তার মতো ভালো (ক্রিকেটার) হতে পারবো না।'

এইচজেএস