রাউন্ড রবিন লিগপর্বে অপরাজিত থাকার পর সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে এক যুগ পর বিশ্বকাপ ফাইনালে ভারত। অবশ্য ম্যাচটি শুরুর আগে কম বিতর্ক হয়নি। প্রথম সেমিফাইনাল মাঠে গড়ানোর আগমুহূর্তে মুম্বাইয়ের ওয়াংখেড়ের পিচ বদলের অভিযোগ উঠেছিল ভারতের বিরুদ্ধে। পিস বদল নিয়ে আলোচনা যখন তুঙ্গে, এরই মধ্যে এবার টসে জালিয়াতি করার অভিযোগ উঠেছে রোহিতদের বিরুদ্ধে। 

গতকাল (বুধবার) ওয়াংখেড়ের ৭ নম্বর পিচে হওয়ার কথা ছিল প্রথম সেমিফাইনাল। শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে ম্যাচটি হয় ৬ নম্বর পিচে। টুর্নামেন্টে এখন পর্যন্ত ৭ নম্বর পিচে কোনো ম্যাচ খেলা হয়নি। নক-আউট পর্বের জন্যই মূলত তৈরি করা হয়েছিল এটি। গতকালকের আগে ৬ নম্বর পিচে হয়েছে দুটি ম্যাচ।

পরে বিতর্কের মুখে আইসিসি এক বিবৃতিতে জানায়, ‘এই ধরনের প্রতিযোগিতার শেষ দিকে পিচে বদল স্বাভাবিক ব্যাপার। আগেও এই ঘটনা দেখা গেছে। আয়োজক দেশের যে মাঠে খেলা হচ্ছে, সেই মাঠের পিচ প্রস্তুতকারকের পরামর্শে বদল হতে পারে। আইসিসির পিচ প্রস্তুতকারককে এই বিষয়ে জানানো হয়েছে।’

অবশ্য ম্যাচটি শেষ পর্যন্ত কম জমজমাট হয়নি। টস জিতে ব্যাট করেতে নেমে দুই সেঞ্চুরি আর দুই ফিফটিতে স্কোরবোর্ডে ৩৯৭ রানের পাহাড় গড়েছিল ভারত। সেই রান ডিফেন্ড করতে গিয়ে বেগ পেতে হবে ভারতকে। এমনটা কেইবা ভেবেছিল! ওয়াংখেড়েতে দিন কয়েক আগেই ওয়ানডে ইতিহাসে সর্বসেরা রান চেজ দেখেছিল। গ্লেন ম্যাক্সওয়েল অলৌকিক ইনিংস খেলে আফগানদের স্বপ্নভঙ্গ করেছিলেন। 

সেই ম্যাচের রোমাঞ্চকর স্মৃতিই ফের ঘুরেফিরে এসেছিল মুম্বাইয়ে। আর ম্যাক্সওয়েলের মত অদৃশ্য জেদ নিয়ে আবির্ভূত হয়েছিলেন কিউই ব্যাটার ড্যারেল মিচেল। যার ব্যাটিং বীরত্বে ৩৯৭ রানের নিরাপদ স্টেশনকেও একসময় অনিশ্চিত মনে হচ্ছিল। ভারতের জয়কে সংশয়ের মেঘে ঢেকে দিয়েছিলেন তিনি একাই। শামির শিকার হয়ে ফেরার আগে যিনি ১১৯ বলে ১৩৪ রানের সাইক্লোন ইনিংস খেলেছেন। শেষমেশ শামির বিধ্বংসী সাত উইকেটে স্বস্তি ফিরে ভারতের। 

ম্যাচটি শেষ হতে না হতেই ভারতের বিপক্ষে এবার টস জালিয়াতির অভিযোগ উঠেছে। এমন অভিযোগ তুলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার সিকান্দার বখত। দেশটির টিভি চ্যানেল জিও সুপারের স্পোর্টস শোতে তিনি বলেন, ‘আমি কি সামান্য অপকর্মকেও সমর্থন করতে পারি? টসের সময় রোহিত মুদ্রা একটু দূরে নিক্ষেপ করে, সেটি প্রতিপক্ষ অধিনায়কের নাগালের বাইরে চলে যায়। নিজের পছন্দ অনুযায়ী মুদ্রার পিঠ উঠেছে কি না, এটা যেন প্রতিপক্ষ অধিনায়ক সেখানে গিয়ে দেখতে না পারে।’

অবশ্য চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ভারতের ১০ ম্যাচের টসের দিকে তাকালে তেমন কিছুর ইঙ্গিত পাওয়া যায়নি। রোহিতের টস জেতার হার ৫০ শতাংশ। 

এফআই