ভারতের মাটিতে বিশ্বকাপে একেবারে ব্যর্থ শ্রীলঙ্কা দল। যার জেরে বিশ্বকাপ চলাকালেই শুরু হয়েছিল তাদের বোর্ড সংস্করণের তোড়জোড়। সরাসরি ক্রীড়ামন্ত্রী কর্তৃক হস্তক্ষেপ হওয়ায় আইসিসি থেকে বর্তমানে নির্বাসিত শ্রীলঙ্কা। তার আগে অবশ্য পুরো লঙ্কান বোর্ডকেই পদত্যাগপত্র দিয়েছিল দেশটির সরকার।

মূলত বিশ্বকাপ ব্যর্থতার কারণেই বোর্ডকে ঢেলে সাজাতে চেয়েছিল শ্রীলঙ্কা। অন্যদিকে পাকিস্তান বোর্ডেও চলেছে পরিবর্তনের হাওয়া। শুরুতে প্রধান নির্বাচক ইনজাম উল হকের পদত্যাগ। এরপর বাবর আজমের সব ধরণের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো। পরে নতুন অধিনায়কও ঘোষণা করেছে পিসিবি। নতুন প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক ক্রিকেটার ওয়াহাব রিয়াজ। গুঞ্জন আছে দায়িত্ব পেতে পারেন ইউনুস খানও।

এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন মোহাম্মদ হাফিজ। মিকি আর্থারকে হয়তো দেখা যাবে নতুন পদে। সবমিলিয়ে নতুন করে শুরু করার প্রত্যয়ে ব্যস্ত পাকিস্তান দল। অন্যদিকে বিপরীত চিত্র দেখা গেছে বাংলাদেশ ক্রিকেট দলের ক্ষেত্রে। ব্যর্থ মিশন শেষে বাংলাদেশ দল দেশে আসার পর এখনো আনুষ্ঠানিক কথা বলেনি কেউ। 

বিশ্বকাপের আগেই ওয়ানডে অধিনায়কত্ব ছাড়ার কথা জানিয়েছিলেন সাকিব আল হাসান। অন্যদিকে এখনো কোচকে সরিয়ে দেয়নি বিসিবি। তবে নিজ থেকেই চলে গিয়েছেন অ্যালান ডোনাল্ড। এছাড়া কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরও চাকরি ছেড়ে দিয়েছেন। তবে জোর গুঞ্জন রয়েছে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুকে দেওয়া হবে দায়িত্ব থেকে অব্যাহতি। অবশ্য বিশ্বকাপ ব্যর্থতা নিয়ে মুখ খুলতে দেখা যায়নি বোর্ড সভাপতি বা কোনো বোর্ড পরিচালককে।

এসএইচ/