সবশেষ টেস্ট খেলার প্রায় দেড় বছর পর নিউ জিল্যান্ড সিরিজের দলে ডাক পেয়েছেন নাঈম হাসান। এ দিনই তিনি করেছেন প্রথম শ্রেণির ক্যারিয়ারে নিজের প্রথম হ্যাটট্রিক। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগে দ্বিতীয় স্তরের ম্যাচে রাজশাহীর বিপক্ষে এই কীর্তি গড়েন চট্টগ্রামের ২৩ বছর বয়সী অফ স্পিনার।

বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে এটি ১৫তম হ্যাটট্রিক। ১৩তম বোলার হিসেবে কীর্তিটি গড়লেন নাঈম।

ষষ্ঠ রাউন্ডে রাজশাহীর ইনিংসের ৪৭তম ওভারের শেষ বলে তিনি এলবিডব্লিউ করেন মোহর শেখকে। পরে ৪৯তম ওভারের প্রথম দুই বলে তার বলে বোল্ড হন সাকলাইন সজীব ও নাহিদ রানা। 

নাঈমের হ্যাটট্রিকের আগে হাসান মুরাদ ধরেছেন ৪ শিকার। বাঁহাতি এই স্পিনার প্রথমবার সুযোগ পেয়েছেন জাতীয় দলে। ৩ উইকেট পাওয়া হাসান মাহমুদও ফিরেছেন একই সিরিজের দলে।

রাজশাহী গুটিয়ে গেছে ১৮৯ রানে। জবাবে দিন শেষে চট্টগ্রামের সংগ্রহ ২ উইকেটে ৭২ রান। ১১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করবে তারা। রাজশাহীর পক্ষে ৭৩ রান করেন সাব্বির হোসেন। কিপার-ব্যাটসম্যান প্রিতম কুমার অপরাজিত থাকেন ৪৭ রানে। 

বিশ্বকাপ অভিযান শেষে ফেরা নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে আসে ৩১ রান। রানের খাতাই খুলতে পারেননি অভিজ্ঞ মুশফিকুর রহিম। তানজিদ হাসান তামিম আউট হন ১০ রান করে।

এইচজেএস