যেন বিশ্বকাপ হারের প্রবল ক্ষোভটাই অস্ট্রেলিয়ার উপর বদলা নিতে চাইছে ভারত। তা না হলে এমন নির্দয় ভাবে কেনোইবা খেলবে ভারত। বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া তরুণরা যেন বুঝিয়ে দিতে চাইছেন ভারতের সক্ষমতা ঠিক কতখানি। যশস্বী জয়সাওয়াল, রিংকু সিং, রবি বিষ্ণোইরা নিজেদের চেনাচ্ছেন নতুন করে। আর নতুন করে অধিনায়কত্ব পাওয়া সূর্যকুমার যাদবও যেন খুঁজে পেয়েছেন নিজের হারানো ফর্ম।

প্রথম ম্যাচ জিতে তিরুঅনন্তপুরমে এসেছিল ভারত। আগের দিনের সেই ফর্মটাই এদিন টেনে আনলো তারা। ব্যাট হাতে রীতিমত ঝড় তুলেছেন ভারতের ব্যাটাররা। উঠেছে ২৩৫ রান। রানের পাহাড় এতটাই বড় ছিল যে, ৯ এর উপর রানরেট রেখেও ম্যাচটা জিতে আসতে পারেনি অস্ট্রেলিয়া। ২০ ওভার ব্যাট করে তারা তুলেছে ১৯১ রান। ভারত ম্যাচ জিতেছে ৪৪ রানে। 

রোববার টস জিতে আগে ভারতকে ব্যাট করতে পাঠান অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড। এমন সিদ্ধান্তের জন্য পরে নিশ্চয়ই আফসোস করেছেন এই অধিনায়ক। ব্যাট হাতে পেয়েই যেন মাঠে ঝড় উঠিয়েছেন জয়সাওয়াল আর ঋতুরাজ গায়কোয়াড়। দুজন মিলে ৫.৫ ওভারেই তুলেছেন ৭৭ রান। ২৪ বলে পঞ্চাশের দেখা পেয়ে যান যশস্বী। কিন্তু তার পরেই আউট হয়ে যান তিনি। ২৫ বলে ৫৩ রান করে সাজঘরে ফেরেন তরুণ ওপেনার। নয় চার এবং দুই ছক্কায় ইনিংস সাজিয়েছিলেন যশস্বী।

আক্রমণাত্মক ক্রিকেট খেলেছিলেন তিন নম্বরে নামা ঈশান কিষাণও। ৩২ বলে করেছেন ৫২ রান করেন। চারটি ছক্কা এবং তিনটি চার আসে তার ব্যাট থেকে। ঋতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে তার জুটি ৮৭ রানের। এরপর সূর্যকুমার এসেছেন। এদিন অবশ্য বড় করা হয়নি তার ইনিংস। ১০ বলে ২ ছয়ে করেছেন ১৯ রান। 

ঋতুরাজ তখনো অন্যপ্রান্তে ব্যাট হাতে দাঁড়িয়ে। বাকিরা যখন বাউন্ডারিতে মনোযোগ দিয়েছে, তখন তিনি খেলেছেন স্ট্রাইক রোটেট করা এক ইনিংস। ৪৩ বলে ৫৮ রান করে ঋতুরাজ আউট হলেন ২০তম ওভারে। নামের পাশে ৩ চার আর ২ ছয়। 

ফিনিশার রোল ছিল রিঙ্কু সিংয়ের। সেটা খুব ভালোভাবেই করেছেন তিনি। ৯ বলে এদিন করেছেন ৩১ রান। দলের স্কোর নিয়ে গেছেন ২৩৫ রানের অন্য এক উচ্চতায়। 

আগের ম্যাচে ২০০ রান করেও হারতে হয়েছিল অজিদের। তাই বড় স্কোরে নির্ভার হওয়ার সুযোগ ছিল না ভারতের। অস্ট্রেলিয়ার দুই ওপেনার সেটা হতেও দেননি। ২ ওভারে ৩১ রান নিয়ে স্টিভেন স্মিথ আর ম্যাথিউ শর্ট যেন চ্যালেঞ্জই জানালেন তাদের। এরপরেই তাদের ম্যাচে ফেরান তরুণ স্পিনার বিষ্ণোই। পাওয়ার প্লের আগেই অজিদের নেই ৩ উইকেট। 

অস্ট্রেলিয়া এরপর বড় শট খেলতে চেষ্টা করলেন তাতে খুব একটা কাজের কাজ হয়নি। রান যেমন এসেছে, তেমনি চড়াও হতে গিয়ে উইকেটও তারা বিলিয়ে এসেছেন। মার্কাস স্টয়নিসের ৪৫, টিম ডেভিডের ৩৫ আর ম্যাথু ওয়েডের ৪২ রান তাদের হারের ব্যবধানটাই কমিয়ে আনে। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া ২০ ওভারে করেছে ১৯১ রান। 

এই ম্যাচ জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। ৫ ম্যাচ সিরিজের পরের ম্যাচ আগামীকাল গুয়াহাটিতে। 

জেএ