নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের নায়ক স্পিনার তাইজুল ইসলাম। পুরো ম্যাচে বাঁ-হাতি এই টাইগার স্পিনার একাই সংগ্রহ করেছেন ১০ উইকেট। যার বদৌলতে সিলেট টেস্ট তাকে ম্যাচসেরাও বানিয়ে দিয়েছে। চোটের কারণে এই টেস্ট খেলেননি দুই অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল ও সাকিব আল হাসান। তবে ঠিকই তারা দলের সেরা পারফর্মারের খোঁজ রেখেছেন।

গতকালই তাইজুল শিকার করেছিলেন ৪ উইকেট। আরও ২ উইকেট পেয়েছেন আজ। ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি সাকিব-তামিমের ফোন পাওয়ার কথা জানান, ‘সাকিব ভাইয়ের সঙ্গে কালকে ফোনে কথা হয়েছিল। সাকিব ভাই নিজেই ফোন দিয়েছিলেন। তামিম ভাইয়ের সঙ্গেও কথা হয়েছে। উনার সঙ্গে আমার রেগুলার কথা হয়। উনাকে আমি ব্যক্তিগতভাবে আমার বড় ভাইয়ের মতো ট্রিট করি।’

এমন জয়ের পর দলের উদযাপন নিয়ে তাইজুল  বলছিলেন, ‘যখন আপনি অনেক বড় কিছু পাবেন তখন উদযাপন সবসময়ই হয়। আমরা যে আজকে উদযাপন করিনি তা নয়। অবশ্যই আমরা উদযাপন করেছি, মাঠের মধ্যে বা ড্রেসিং রুমের সব জায়গাতেই। কিন্তু আমরা অপেক্ষা করতেছি যেন আরও ভালো কিছু পাই।’

এর আগে পুরস্কার বিতরণী মঞ্চে ম্যাচসেরা তাইজুল বলেন, ‘দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আনন্দিত। ১০ উইকেট পাওয়ায় প্রেরণা আরও বাড়ল। আত্মবিশ্বাসের সঙ্গে তুলে নেওয়া জয় দলের মানসিকতাকে ঠিক রাখবে। সতীর্থদেরও সমর্থন পেয়েছি।’

এসএইচ/এএইচএস