ব্যাট ডক্টর হিসেবে সুনাম অনেক আগেই কুড়িয়েছিলেন হুসাইন মোহাম্মদ আফতাব। বাংলাদেশ ক্রিকেট দলের বেশিরভাগ ক্রিকেটারই ব্যাটের সমস্যায় দ্বারস্থ হন রাজশাহীর এই ব্যাট কারিগরের কাছে। দীর্ঘদিন ধরেই ক্রিকেটারদের ব্যাট তৈরি করে যাচ্ছেন শাহীন নামে পরিচিত এই তরুণ। ব্যাট তৈরি করতে করতেই সখ্যতা ইমরুল কায়েস, মেহেদি হাসান মিরাজদের সঙ্গে। 

ইমরুল কায়েসের উৎসাহেই সাধারণ ব্যাটের কারিগর থেকে পুরোদমে কারখানা করেছেন শাহিন। ২০২০ সালে প্রতিষ্ঠিত এই কারখানা প্রায় ৩ বছর পরে পেলো আইসিসির স্বীকৃতি। দেশ-বিদেশের ক্রিকেটারদের ব্যাটে এখন থেকে শোভা পাবে মিরাজ-ইমরুল আর শাহিনের এমকেএস স্পোর্টসের লোগো। 

গতকাল সোমবার আইসিসির পক্ষ থেকে পত্র দিয়ে অনুমোদনের ব্যাপারে সুখবর জানানো হয় শাহিনকে। যার ফলে এখন থেকে খেলোয়াড়দের এই ব্যাট ব্যবহার করতে বা স্পন্সরশিপ নিতে আর কোন বাধা থাকছে না। স্বাভাবিকভাবেই এমন খবরে উচ্ছ্বসিত তারা।।।

আইসিসির পক্ষ থেকে অনুমোদনের পর ঢাকা পোস্টকে শাহিন বলেন, 'আন্তর্জাতিক ক্রিকেটারদের আমাদের ব্যাটের স্টিকার দিয়ে খেলতে হলে আইসিসির অনুমোদন লাগত। সেটা গতকাল পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। ওদের কিছু গাইডলাইন আছে, সেগুলো ছাড়া স্পন্সর সম্ভব হতো না।’  

আবেদনের প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা অনেক আগেই আইসিসির কাছে আবেদন করেছিলাম। ওরা কিছু ডকুমেন্ট চেয়েছিল, কোম্পানি, লিমিটেড কোম্পানি, ক্যাশ মেমো দোকানের ছবি আরো যা যা লাগে আর কি। এরপর গতকাল সবুজ সংকেত দিয়েছে।’ 

দেশের প্রথম ব্যাট তৈরির প্রতিষ্ঠান হতে পেরে উচ্ছ্বাস ঝরে পড়ল শাহিনের কণ্ঠে, ‘এখন আন্তর্জাতিক ক্রিকেটারদের স্পন্সর করতে পারব। এটা আমাদের লাগতই। এটার জন্যই আমরা অপেক্ষা করছিলাম, বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ব্যাট তৈরির প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেলাম। ইমরুল ভাই, মিরাজ ভাই সবাই আছে। তারা খুব খুশি, উচ্ছ্বসিত। ওদের থেকে বড় খুশি আমি। ২৫ বছর ধরে সময় দিচ্ছি, আজকের দিনটি দেখার অপেক্ষায় ছিলাম। দেশেরও পাওয়া, প্রথম কোম্পানি বাংলাদেশের এটি।'

এসএইচ/জেএ