ভারতের বিপক্ষে ম্যাচ মানেই অন্যরকম আবহাওয়া। হোক সেটা বয়ভিত্তিক পর্যায় কিংবা জাতীয় দল। গত কয়েক বছরে দুই দেশের অনূর্ধ্ব-১৯ দলের মধ্যকার লড়াই বেশ জমে ওঠেছে। এবার এশিয়া কাপের সেমি ফাইনালে মুখোমুখি দুই দল।

২০২০ সালে ভারতকে হারিয়ে যুবাদের বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। ২০২০ এ ভারতকে হারালেও গত যুব বিশ্বকাপে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। বছর খানেক পরে এবার যুব এশিয়া কাপের সেমি-ফাইনালে সেই প্রতিশোধ নেওয়ার সুযোগ জুনিয়র টাইগারদের সামনে।

এই ম্যাচে টাইগার ভক্তদের বাড়তি নজর থাকবে ওপেনার আশিকুর রহমান শিবলির দিকে। চলমান এশিয়া কাপে দারুণ ছন্দে আছেন তিনি। তাছাড়া জিশান আলম, মাহফুজুর রহমান রাব্বিরাও টার্ম কার্ড হতে পারেন।

হ্যাটট্রিক জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের যুবারা। দুবাইয়ের আইসিসি একাডেমি ওভালের ২ নম্বর মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায়। এখন দেখার বিষয় বাংলাদেশের আরেকটি জয় উদযাপন নাকি চোখের জলে বিদায়!

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সম্ভাব্য একাদশ-

মাহফুজুর রহমান রাব্বী (অধিনায়ক), জিশান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আরিফুল ইসলাম, শিহাব জেমস, আহরার আমিন, শেখ পারভেজ জীবন, আশিকুর রহমান শিবলী, রোহানাত বর্ষণ, ইকবাল হোসেন ইমন ও মারুফ মৃধা।

এসএইচ/এইচজেএস