বিএসজেএ’র ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চ্যানেল-আই
ব্যাট-বলের দারুণ লড়াই ও উন্মাদনা ছড়িয়ে বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেট শেষ হয়েছে। আজ (শুক্রবার) ফাইনালে টি-স্পোর্টসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চ্যানেল-আই।
পল্টন মাঠে আগে ব্যাটিং করতে নেমে টি-স্পোর্টস নির্ধারিত ৬ ওভারে ২ উইকেটে ৮৮ রান করে। জবাবে চ্যানেল আই ৪.২ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ফাইনাল ম্যাচে সেরার পুরস্কার জিতেছেন চ্যানেল-আইয়ের সাজ্জাদ খান। মাত্র ৬ বলে ৩১ রান করে দলের জয় মসৃণ করেন তিনি। এছাড়া সজিব করেন ৩৪ রান। টি-স্পোর্টসের ইশতিয়াক ৩২, শোভন ২৯ ও পারভেজ ১৮ রান করেন।
বিজ্ঞাপন
ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন টি-স্পোর্টসের পারভেজ। ব্যাটিংয়ে ১৩৯ রান ও বোলিংয়ে তিনি ৬ উইকেট নিয়েছেন। এছাড়া সেরা ব্যাটসম্যানের পুরস্কারও জিতেছেন টি-স্পোর্টসের এ খেলোয়াড়। ৭ উইকেট নিয়ে সেরা বোলার হয়েছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের মোস্তাফিজ প্রান্ত।
ফাইনালে মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন বসুন্ধরা কিংসের সভাপতি ও বাফুফের সহ-সভাপতি ইমরুল হাসান এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। পুরস্কার প্রদান মঞ্চে উপস্থিত ছিলেন বিএসজেএর সভাপতি এটিএম সাইদুজ্জামান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, টুর্নামেন্ট কমিটির আহবায়ক রায়হান আল মুঘনি ও সদস্য সচিব রবিউল ইসলাম।
বিজ্ঞাপন
এজেড/এএইচএস