চার ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম দুটিতেই ছড়িয়েছে রোমাঞ্চ। প্রথম ম্যাচে ভারতকে লজ্জায় ফেলে জিতেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয়টিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন ভারত। স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়েছে তারা। 

এই ম্যাচ হারার পর শেষ দুই টেস্টের দলে তিন পরিবর্তন এনেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বাকি দুই টেস্টের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে অজিরা। যেখানে ডেভিড ওয়ার্নারের সঙ্গে সুযোগ পেয়েছেন উইল পুকোভস্কি ও পেসার শন অ্যাবট।

কুঁচকির চোটে প্রথম দুই টেস্টে খেলা হয়নি ওয়ার্নারের। তার ফেরায় বাদ পড়েছেন ওপেনার জো বার্নস। প্রথম টেস্টের দুই ইনিংসে তিনি করেছিলেন ৮ ও অপরাজিত ৫১ রান। মেলবোর্নে হেরে যাওয়া টেস্টে ডানহাতি এই ব্যাটসম্যান করেন ০ ও ৪ রান।

অনুশীলনের সময় মাথায় আঘাত পেয়ে ছিটকে যাওয়া ব্যাটসম্যান উইল পুকোভস্কিও ফিরেছেন স্কোয়াডে। আছেন পায়ের চোটে ভোগা অ্যাবটও। আগামী ৭ জানুয়ারি সিডনিতে মাঠে গড়াবে সিরিজের তৃতীয় টেস্ট। চতুর্থ ও শেষ টেস্ট ব্রিসবেনে শুরু হবে ১৫ জানুয়ারি।

শেষ দুই টেস্টের অস্ট্রেলিয়া দল: টিম পেইন (অধিনায়ক), প্যাট কামিন্স, শন অ্যাবট, মার্কাস হ্যারিস, ট্রাভিস হেড, মোইজেস হেনরিকস, মার্নাস লাবুশেন, ন্যাথান লায়ন, মাইকেল নিসার, জেমস প্যাটিনসন, উইল পুকোভস্কি, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার।

এমএইচ