ছবি : ইএসপিএন

ফাওয়াদ আলম সেঞ্চুরি করলেন। সংখ্যায় সেটা থামল ১০২ রানে। আপনি হয়তো দেখবেন একজন ব্যাটসম্যান সেঞ্চুরি করেছেন, উদযাপন করেছেন কিংবা চেষ্টা চালিয়েছেন নিজের দেশকে জেতানোর। কিন্তু ফাওয়াদের কাছে এই সেঞ্চুরিটা আরও অনেক বড় এক পাওয়া। 

২০০৯ সালে অভিষেকে সেঞ্চুরি করেছিলেন। এরপরের সেঞ্চুরিটা পেতে লাগল ১১ বছর ৫ মাস ১৫দিন, অর্থাৎ ৪১৮৬ দিন। মাঝে জাতীয় দলে খেলেনইনি দশ বছর। টেস্ট ইতিহাসে দশ বছরের বেশি ব্যবধানে সেঞ্চুরিও নেই কারো। 

তবে ফাওয়াদের এমন লড়াইকে ব্যর্থ করে দিয়েই পাকিস্তানের বিপক্ষে মাউন্ট মঙ্গনুইতে ১০১ রানে জয় পেয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। পাকিস্তানকে ৩৭৩ রানের লক্ষ্য দিয়েছিল কিউইরা। চতুর্থ দিন সফরকারীরা শেষ করেছিল ৭১ রানে তিন উইকেট হারিয়ে।

পঞ্চম দিনের শুরুতে আর চার রান যোগ করেই সাজঘরে ফেরেন আজহার আলী। ফাওয়াদের ওপর দায়িত্ব বাড়ে। তিনি সেটা পালন করেন সেঞ্চুরি করে। ২৬৯ বলে ১৪ চারে ১০২ রান করে ওয়েগনারের বলে সাজঘরে ফেরত যান ফাওয়াদ। 

অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ৬০ রান করে ফেরেন তার আগেই। ফাওয়াদের বিদায়ের পর মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদি চেষ্টা চালালেও শেষ পর্যন্ত দিন শেষ করতে পারেননি।  

নিউজিল্যান্ডর পাঁচ বোলার ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, নেইল ওয়েগনার, কাইল জেমিসন ও মিচেল স্যান্টনার সবাই সমান দুইটি করে উইকেট পেয়েছেন। 

এমএইচ