প্রীতি জিনতাকে নিয়ে ট্রোল শেবাগের
দল বদলে নিজেকেও যেন বদলে ফেললেন তিনি। পাঞ্জাব কিংস ছেড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে নাম লিখিয়ে ব্যাট হাতে ঝড় তুলছেন গ্লেন ম্যাক্সওয়েল। অথচ গেল মৌসুম প্রীতি জিনতার দলে থাকাকালীন শেষ কয়েক বছরে চরম ব্যর্থ হয়েছিলেন এই অজি ব্যাটসম্যান। এনিয়ে সমালোচনায় মুখর ছিলেন বীরেন্দ্রর শেবাগ। এবার বিরাট কোহলির দলে এসেই বাজিমাত। প্রথম তিন ম্যাচেই পেলেন রান।
ম্যাক্সওয়েল এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রান পেতেই শুরু হয়েছে নতুন ট্রোল। টুইটারে সেই মজাদার ট্রোলে আলোচনায় বলিউড তারকা প্রীতি। পাঞ্জাবের মালকিন নিয়ে কটাক্ষ করলেন বীরু। ম্যাক্সওয়েল রান পাওয়ায় নিজে ট্রোল হতে পারে অনুমান করে আগেই একটি ভিডিও শেয়ার করলেন শেবাগ। অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী ছোট্ট একটি ভিডিওতে প্রীতিকেই যেন বললেন, কেমন দেখালাম!
বিজ্ঞাপন
ম্যাক্সওয়েল প্রথম তিন ম্যাচে করেছেন যথাক্রমে ৩৯, ৫৯ ও ৭৮ রান। এখন অব্দি ব্যক্তিগত সর্বোচ্চ রান তারই। এই ব্যাটসম্যানের মাথায় উঠেছে অরেঞ্জ ক্যাপ। ১৪ কোটি ২৫ লাখ রুপিতে তাকে কিনে ভুল করেনি বেঙ্গালুরু।
— Virender Sehwag (@virendersehwag) April 18, 2021
এটি/টিআইএস
বিজ্ঞাপন