মায়ার্সের স্মৃতিতে সেই ডাবল সেঞ্চুরি
২০২১ সালে চট্টগ্রামের মাটিতে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল কাইল মায়ার্সের। বাংলাদেশের বিপক্ষে সেই ম্যাচে ডাবল সেঞ্চুরি করে একাই জিতিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজকে। প্রায় বছর তিনেক পর আবারো সেই জহুর আহমেদের মাঠে আজ শনিবার খেলতে নেমেছিলেন মায়ার্স। ফরচুন বরিশালের হয়ে বিপিএল খেলতে আসা মায়ার্স প্রথম ম্যাচেই হয়েছেন ম্যাচসেরা।
সংবাদ সম্মেলনে তাইতো সেই ডাবল সেঞ্চুরির সুখ স্মৃতিই বলছিলেন এই ক্যারিবিয়ান, 'এখানে খেলার বেশ দারুণ স্মৃতি আছে আমার। সর্বশেষ যখন এখানে খেলেছিলাম তখন আমি অভিষেকেই ডাবল সেঞ্চুরি করেছিলাম। ফলে এখানে ফিরে আসার বিষয়টি দারুণ। ফিরতে পেরে আমি বেশ আনন্দিত।'
বিজ্ঞাপন
বিপিএল খেলতে আসার কারণ জানিয়ে মায়ার্স বলেন, 'এখানে আসার অনেক কারণ রয়েছে। একটি কারণ হল ম্যাচ খেলার সুযোগ। ৬ সপ্তাহে অত বেশি ম্যাচ ছিল না আমার, ২টি ম্যাচ ছিল মনে হয়। ফলে এখানে এসে ম্যাচ খেলে আমি আমার দক্ষতা প্রদর্শন করতে পারছি।'
বিজ্ঞাপন
ম্যাচের আগে অবশ্য গতকাল মায়ার্স প্রচুর অনুশীলন করেছেন সেটিই কাজে লেগেছে, 'সত্যি কথা বলতে ট্রেনিংয়ের সময় এটা ভেবেছিলাম। আমি একটু ভিন্ন অনুভূতি পেয়েছিলাম। মানসিকভাবে হয়ত কিছুটা শান্তি লাগছিল কারণ এখানে ভালো স্মৃতি আছে আমার। আমি গতকাল নেটে অনেক সময় ব্যাট করেছি। বিগ হিটিং অনুশীলন করেছি। আমি আত্মবিশ্বাসী ছিলাম আজকের ম্যাচের আগে।'
এদিকে সিলেটের বিপক্ষে এই জয়ের পর প্লে-অফের সমীকরণ সহজ হয়ে এসেছে তামিম ইকবালের দলের জন্য। তবে তাদের সামনের প্রতিপক্ষ কঠিন। টুর্নামেন্টের সেরা দুই দল রংপুর রাইডার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে খেলতে হবে তামিম ইকবালের দলকে। দুই ম্যাচ থেকে অন্তত একটি ম্যাচেও যদি জয় আসে, তবে সেইফজোনে চলে যাবে তারকাখচিত দলটি। ১ ম্যাচ জিতলেও ১৪ পয়েন্ট হবে তাদের। সেক্ষেত্রে তৃতীয় বা চতুর্থ হয়েও প্লে-অফে যেতে পারে ফরচুন বরিশাল।
এসএইচ/জেএ