রনির ৫ উইকেটে বরিশালকে নাগালেই রেখেছে রংপুর
১০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ফরচুন বরিশালের সংগ্রহ ছিল ১০০ রান। নিশ্চিতভাবেই বড় সংগ্রহের পথে ছিল তামিম ইকবালের দল। তবে ১৩তম ওভারে প্রথমবার বোলিংয়ে এসে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আবু হায়দার রনি। এক ওভারে তিন উইকেট নিয়ে বরিশালের মেরুদণ্ড ভেঙ্গে দেন এই পেসার। সেখান থেকে আর উঠে দাঁড়াতে পারেনি তারা। শেষ পর্যন্ত ইনিংসে ৫ উইকেট পেয়েছেন রনি, আর কোনো রকমে দেড়শো পেরিয়েছে বরিশাল।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করেছে বরিশাল। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেছেন কাইল মেয়ার্স।
বিজ্ঞাপন
শুরুতে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেছিলেন বরিশালের দুই ওপেনার। ২০ বলে ৩৩ রান করে তামিম ফিরলে ভাঙে ৩৮ রানের উদ্বোধনী জুটি। তিনে নেমে দুর্দান্ত ব্যাটিং করেছে মেয়ার্স। এই ক্যারিবিয়ান টম ব্যান্টনকে সঙ্গে নিয়ে দলকে শক্ত ভিত গড়ে দেন।
২৪ বলে ২৬ রান করেছেন ব্যান্টন। এই অজি ওপেনার ফেরার পরই মূলত পথ হারায় বরিশাল। পরের ওভারেই ধ্বস নামে বরিশালের ইনিংসে। রনি ১৩তম ওভারে সাজঘরে ফেরান মুশফিকুর রহিম, সৌম্য সরকার ও মেয়ার্সকে।
বিজ্ঞাপন
সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি বরিশাল। পরের দুই ওভারে আরও দুই উইকেট নিয়ে নিজের ফাইফার পূর্ণ করেন রনি। যা এবারের বিপিএলে কোনো বোলারের সেরা ইনিংস। শেষ পর্যন্ত ওবেদ ম্যকয় ও মোহাম্মদ সাইফুদ্দিনের ব্যাটে দেড়শো পার করেছে বরিশাল।
এইচজেএস