কেন সাদমান বাদ, একাদশে সাইফ
গত ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে দলে ছিলেন টপ অর্ডার ব্যাটসম্যান সাদমান ইসলাম অনিক। ক্যারিবীয়দের বিপক্ষে চট্টগ্রামে প্রথম টেস্টে মাঠে নেমে ফিফটির স্বাদ পান তিনি। তবে সেই টেস্টেই নিতম্বে চোট পাওয়ায় ঢাকা টেস্টে খেলতে পারেননি। এবার দলে থাকলেও সুযোগ মেলেনি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে।
সাদমানের পরিবর্তে সাইফ হাসানকে সুযোগ দিয়েছে টাইগার টিম ম্যানেজমেন্ট। তবে ব্যাট হাতে একেবারেই সুবিধা করতে পারেননি এই ডানহাতি ব্যাটসম্যান। আউট হয়েছেন শূন্য রানে। প্রশ্ন উঠেছে, শেষ ম্যাচে ফিফটি পেলেও সাদমানের পরিবর্তে একাদশে সাইফ কেন?
বিজ্ঞাপন
বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো জানান, টপ অর্ডারে একাধিক বাঁহাতি ব্যাটসম্যান আছে, সাদমানও যেহেতু বাঁহাতি, এজন্য ব্যাটিং বিভাগে খানিক বৈচিত্র্য আনতে সুযোগ দেওয়া হয়েছে সাইফ হাসানকে।
ক্যান্ডি টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে ভার্চুয়াল প্রেস কনফারেন্সে এসে ডমিঙ্গো বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অর্ধশতকের পর সাদমান আর খেলেনি। আঙুলে চোট আছে ওর। সাইফ সম্প্রতি ভালো করেছে। তবে টপ অর্ডারে বাঁহাতি-ডানহাতি কম্বিনেশনও সুন্দর দেখায়। আমাদের শীর্ষ চারে বেশিরভাগই তো বাঁহাতি।’
বিজ্ঞাপন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের পর অবশ্য আর মাঠে নামা হয়নি সাদমানের। জাতীয় ক্রিকেট লিগ শুরু হলেও খেলতে পারেননি তিনি। সে সময় লড়েছেন করোনাভাইরাসের সঙ্গে।
ডমিঙ্গো জানালেন, ‘সাদমান ভালোভাবেই বিবেচনায় আছে। হাতে কিছু অপশন থাকা ভালো। তার ব্যাপারটা আমি বুঝতে পারছি। দুই আড়াই মাস হল ম্যাচ খেলছে না। তাই নামার আগে একটু প্রস্তুত হয়ে ওঠা উচিৎ।’
টিআইএস/এমএইচ