শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচ দিয়ে আগামীকাল (শনিবার) তারা সংক্ষিপ্ত ফরম্যাটে প্রথমবারের মতো লঙ্কানদের বিপক্ষে সিরিজ জিততে চায়। তবে দ্বিতীয় ম্যাচে ঘটে যাওয়া টাইগার ওপেনার সৌম্য সরকারের নটআউট দেওয়া নিয়ে আলোচনা এখনও থামেনি। বিষয়টি নিয়ে আইসিসির কাছে অভিযোগ দিয়েছে লঙ্কানরা। সেই বিষয়টি আজ (শুক্রবার) নিশ্চিত করেছে দলটি। 

সিরিজ নির্ধারণী ম্যাচের আগে এদিন সংবাদ সম্মেলনে এসেছিলেন শ্রীলঙ্কার ব্যাটিং কোচ থিলিনা কান্ডাম্বি। সঙ্গে ছিলেন ম্যানেজার মাহিন্দা হালাঙ্গোদাও। সৌম্য’র আউটের সিদ্ধান্ত বদল ও আল্ট্রাএজ বিতর্কের প্রসঙ্গে কথা বলেন এই লঙ্কান ম্যানেজার। তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা এগিয়েছি। সেই ম্যাচে যা হয়েছে, দুর্ভাগ্যজনক। সেটা তো আমরা ফেরাতে পারব না। আম্পায়ারের বিরুদ্ধে একটা রিপোর্ট আমরা পাঠিয়েছি। আমরা প্রক্রিয়া অনুসরণ করেছি। আইসিসি অবশ্যই ফুটেজ পর্যবেক্ষণ করে দেখবে। তাদের যা ব্যবস্থা নেওয়া দরকার, নেবে।’ 

তিনি আরও বলেন, ‘আমাদের জন্য ওই পর্ব শেষ, আইসিসিকে তো আমরা নিয়ন্ত্রণ করি না। এমন হতে পারে যে, তারা এটা নিয়ে আমাদের কাছে আর জিজ্ঞেসও করবে না, কিন্তু অন্তত পর্যালোচনা তো করবে। আমাদের দিক থেকে যা করার, তা করা হয়ে গেছে।’

লঙ্কান টিম ম্যানেজার মাহিন্দা হালাঙ্গোদা

আগামীকাল সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। এই ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে লঙ্কানদের নিয়মিত অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা নিষেধাজ্ঞা শেষ করে ফিরছেন। তার আগমন দলে বাড়তি শক্তি জোগাবে উল্লেখ করে সিরিজ জিততে আশাবাদী এই লঙ্কান ম্যানেজার, ‘আফগানিস্তান সিরিজের পর এখানেও দলের টপ অর্ডাররা ভালো করছে। আশা করি কালও তারা ঘুরে দাঁড়াবে এবং সিরিজ নিশ্চিত করবে। হাসারাঙ্গা ফিরছে, দিনের বেলা যেহেতু ম্যাচ; ফলে শিশিরও থাকবে না, যাকে সে কাজে লাগাতে পারবে। পাথিরানাকে (পেসার মাথিশা পাথিরানা) স্ক্যান করানোর জন্য পাঠিয়েছি। রিপোর্ট পেলে সে খেলবে কিনা জানা যাবে।’

এর আগে আল্ট্রা–এজ বিতর্কের বিষয়ে বাংলাদেশি আম্পায়ারের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার কথা জানিয়েছিলেন শ্রীলঙ্কার সহকারী কোচ নাভিদ নেওয়াজ। বাংলাদেশ ইনিংসের চতুর্থ ওভারে ঘটনাটি ঘটে। বিনুরা ফান্দান্দোর শর্ট লেংথের বলটা ঠিকঠাক খেলতে পারেননি সৌম্য। উইকেটের পেছনে কুশল মেন্ডিসের গ্লাভসে যেতেই জোরাল আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার গাজী সোহেল। সৌম্য সঙ্গে সঙ্গে রিভিউ নিয়েছিলেন। রিপ্লেতে আল্ট্রা-এজে স্পষ্ট স্পাইক দেখে আউট ভেবে সাজঘরের পথ ধরেছিলেন সৌম্য। তবে স্পাইক দেখানোর সময় বল ও ব্যাটের মধ্যে ‘দূরত্ব’ রয়েছে জানিয়ে আউটের সিদ্ধান্ত বাতিল করেন থার্ড আম্পায়ার মাসুদুর রহমান মুকুল জানান।

এ নিয়ে ম্যাচ শেষে সৌম্য বলেন, ‘যখনই আম্পায়ার আউট দিয়েছে আমি সরাসরি রিভিউ নিয়েছি কারণ আমি আত্মবিশ্বাসী ছিলাম যে আমার (ব্যাটে) লাগেনি। হয়তোবা কোনো একটা আওয়াজ আসছিল। হয়তো আমার চেইন বা হেলমেট থেকে। তবে ব্যাটের সঙ্গে বলের গ্যাপ ছিল। আমি যখন চলে আসছিলাম বড় পর্দায় দেখেছিলাম তো বুঝতে পারি নাই। আমি আত্মবিশ্বাসী ছিলাম দেখে লিটনের (দাস) কাছে জিজ্ঞেস না করে রিভিউ নেওয়া।’

এএইচএস