দ্বিতীয় টি-টোয়েন্টিতেও বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দিয়েছিলেন তাসকিন আহমেদ। এবার সিরিজ নির্ধারণী ম্যাচেও তার হাত ধরে প্রথম সাফল্য পেল বাংলাদেশ। দলীয় ১৮ রানেই তিনি ফিরিয়েছেন ওপেনার ধনাঞ্জয়া ডি সিলভাকে। হালকা লাফিয়ে ওঠা বলে ঘুরিয়ে খেলতে গিয়ে তিনি ক্যাচ দিয়েছেন শট মিডে থাকা ফিল্ডার সৌম্য সরকারকে। ১২ বল মোকাবিলায় লঙ্কান ওপেনার ৮ রান করেছেন।

আগের দুই ম্যাচে আশানুরূপ ব্যাটিং করতে পারেননি আরেক লঙ্কান ওপেনার আভিষ্কা ফার্নান্দো। সে কারণে তাকে বসিয়ে নামানো হয় আজ একাদশে নেওয়া হয় ধনাঞ্জয়া ডি সিলভাকে। তিনিও ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। চতুর্থ ওভারে তাসকিনের প্রথম ডেলিভারির লেংথ বুঝতে ভুল করেছেন ধনাঞ্জয়া। যার মাশুল উইকেটের বিনিময়ে দিতে হলো তাকে।

এর আগে ম্যাচের শুরুটা দারুণ নিয়ন্ত্রণে রেখে শুরু করেছিলেন আরেক টাইগার পেসার শরিফুল ইসলাম। প্রথম ওভারে ইনসুইংয়ে লঙ্কান ব্যাটারদের বোকা বানিয়েছেন, খরচ করেছেন মাত্র ২ রান। তবে শেষ বলে স্টাম্পের ওপরে ওঠা বলের জন্য লেগ বিফোরের রিভিউ নিয়ে বাংলাদেশ ব্যর্থ হয়েছে। পরের ওভারে তাসকিন দেন ৬ রান। এরপর ফের আক্রমণে এসে কিছুটা এলোমেলো বলে শরিফুল এক বাউন্ডারিসহ ৮ রান দিয়ে বসেন।

চতুর্থ ওভারে তাসকিন উইকেট নিলেও তিনি ঠিক ছন্দময় ছিলেন না। প্রথমে লিটন দাসের ভুলে অতিরিক্ত একটি চার আসে, শেষ দুই ডেলিভারিতে তাসকিন আরও দুটি চারের মার খান কামিন্দু মেন্ডিসের হাতে। সবমিলিয়ে ভালো-মন্দের মিশেলে সিরিজ জয়ের লক্ষ্যে তৃতীয় টি-টোয়েন্টি খেলছে বাংলাদেশ। এই ম্যাচ জিতলে প্রথমবারের মতো লঙ্কানদের বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ জিতবে টাইগাররা।

এর আগে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টানা তৃতীয় ম্যাচে টসভাগ্যে জিতেছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচটি দিনে হওয়ায় আজ টাইগাররা আগে ব্যাটিং নিতে চাইবে, তবে বাংলাদেশ দলপতি সিদ্ধান্তে চমক দিয়েছেন। এই ম্যাচেও আগের দুই টি-টোয়েন্টির একাদশ নিয়ে খেলছে বাংলাদেশ। অন্যদিকে লঙ্কান একাদশে নিশ্চিত পরিবর্তনের সম্ভাবনা আগেই জানা ছিল। তারা একাদশে তিনটি পরিবর্তন এনেছে।

এএইচএস