শান্ত’র সেঞ্চুরি নিয়ে যা বললেন তার স্ত্রী
ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার দেওয়া রানতাড়া করার পথেই সেঞ্চুরি তুলে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। যাতে ভর করে টাইগাররাও ৬ উইকেটে বড় জয় পেয়েছে। ১০৮ বলে ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি করেছেন শান্ত, শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১২২ রানে। তার নায়কোচিত এমন ইনিংসের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন স্ত্রী সাবরিনা রত্না।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে শান্তর সঙ্গে ছেলের একটি ছবি পোস্ট করেছেন রত্না। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘অনেক অপেক্ষার পর সেঞ্চুরি। অভিনন্দন পাপা ফ্রম ইজহান।’
বিজ্ঞাপন
১২৯ বলের ইনিংসে শান্ত ১৩টি চার ও ২টি বাউন্ডারি হাঁকিয়েছেন। তার সঙ্গে গড়া ১৬৫ রানের দারুণ এক জুটিতে বাংলাদেশকে জয় উপহার দিয়েছেন মুশফিকুর রহিম। তিনি নিজেও পেয়েছেন হাফসেঞ্চুরি। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৭৩ রানে। ৮৪ বলের ইনিংসটি মিস্টার ডিফেন্ডেবল ৮টি চারের বাউন্ডারিতে সাজিয়েছেন।
Most awaited century by Nazmul Hossain Shanto . Congratulations papa from Izhaan
Posted by Sabrin Ratna on Wednesday, March 13, 2024বিজ্ঞাপন
এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ (বুধবার) টস জিতে আগে ব্যাটিং করে শ্রীলঙ্কা। ৪৮.৫ ওভারে সফরকারীরা ২৫৫ রানে গুটিয়ে যায়। তাদের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন জানিত লিয়ানাগে। এছাড়া অধিনায়ক কুশল মেন্ডিস ৫৯, পাথুম নিশাঙ্কা ৩৬ এবং আভিষ্কা ফার্নান্দো ৩৩ রান করেন। বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট পেয়েছেন তানজিম সাকিব, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।
আরও পড়ুন
জবাবে রানতাড়ায় শুরুতে দ্রুত উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ। দলীয় ২৩ রানের মাথায় পতন হয় তৃতীয় উইকেটের। চতুর্থ উইকেট জুটিতে শান্ত’র সঙ্গে ৬৯ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ রিয়াদ। রিয়াদের বিদায়ের পর বাকি কাজ সামলেছেন শান্ত ও মুশফিক।
এসএইচ/এএইচএস