র্যাঙ্কিংয়ে বড় লাফ শান্তর, এগিয়েছেন মুমিনুল-তামিম
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন বাংলাদেশি ওপেনার নাজমুল হোসেন শান্ত। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পান এ বাঁহাতি ব্যাটসম্যান। পুরস্কারটা হাতেনাতেই পেয়েছেন শান্ত। সদ্য প্রকাশিত আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় বড়সড় লাফ দিয়েছেন তিনি। র্যাঙ্কিংয়ে এগিয়েছেন মুমিনুল হক ও তামিম ইকবাল।
ক্যান্ডির প্রথম টেস্টে ব্যাটসম্যানদের দৃঢ়তায় ড্র করে বাংলাদেশ। যেখানে ব্যক্তিগত পারফরম্যান্সে নিজেদের মেলে ধরেন শান্ত, মুমিনুল, তামিম। বুধবার সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। সেখানে উপরের দিকে উঠে এসেছেন তারা।
বিজ্ঞাপন
র্যাঙ্কিংয়ে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বড় লাফ দিয়েছেন শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে ক্যারিয়ার সেরা ১৬৩ রানের ইনিংস খেলে র্যাঙ্কিংয়ে ২১ ধাপ এগিয়েছেন তিনি। বর্তমানে শান্তর অবস্থান ১১৫তম স্থানে।
দেশের বাইরে প্রথম ও ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি করা মুমিনুল এগিয়েছেন ৫ ধাপ। জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলরের সঙ্গে যুগ্মভাবে ৩১তম স্থানে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক। দুই ইনিংসে বলের সঙ্গে পাল্লা দিয়ে ফিফটি তুলে নেওয়া তামিমও এগিয়েছেন টেস্ট র্যাঙ্কিংয়ে। দুই ধাপ এগিয়ে ৩০ নম্বরে উঠে এসেছেন তিনি।
বিজ্ঞাপন
ছুটিতে থাকায় শ্রীলঙ্কা সফরে যাননি অলরাউন্ডার সাকিব আল হাসান। র্যাঙ্কিংয়ে পয়েন্ট বাড়ানোর সুযোগ পাননি তিনি। টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে সবার ওপরে ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। সাকিব আল হাসান আছেন পাঁচ নম্বরে।
টিআইএস/এটি