এবারের আইপিএলে দুর্দান্ত শুরু করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ছয় ম্যাচের পাঁচটিতেই জিতে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে আছে তারা। অন্যদিকে ছয় ম্যাচে বেঙ্গালুরুর চেয়ে এক জয় কম নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে আছে পাঞ্জাব কিংস।

শুক্রবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। যেখানে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বেঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি। এই ম্যাচে জয় পেলে পয়েন্ট তালিকায় সবার উপরে উঠে যাবে বেঙ্গালুরু। 

পাঞ্জাব একাদশ

লোকেশ রাহুল (উইকেটরক্ষক ও অধিনায়ক), প্রভসিমরান সিং, ক্রিস গেইল, নিকোলাস পুরান, দিপক হুদা, শাহরুখ খান, ক্রিস জর্ডান, রবি বিষ্ণুই, হারপ্রিত ব্রার, মোহাম্মদ শামি, রিলি মেরেডিথ।

বেঙ্গালুরু একাদশ

বিরাট কোহলি (অধিনায়ক), দেবদূত পাডিক্কল, রজত পাতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি ভিলিয়ার্স (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, ড্যানিয়েল শামস, কাইল জেমিসন, হার্শাল প্যাটেল, মোহাম্মদ সিরাজ, ইয়ুজবেন্দ্র চাহাল।

এমএইচ