দর্শকশূন্য গ্যালারিতে শুরু ফুটবল লিগ
করোনা প্রকোপের মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগ শুরু হয়েছে। শুক্রবার বিকেল চারটায় বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারার ম্যাচ দিয়ে দ্বিতীয় লেগ শুরু হয়। করোনা প্রকোপের মধ্যে বাফুফে দর্শক শূন্য গ্যালারিতে খেলার আয়োজন করছে।
বাংলাদেশের ঘরোয়া লিগে এমনিতে দর্শক তেমন হয় না। কিংসের ম্যাচে পূর্ব গ্যালারিতে দর্শক থাকত কিছু। এই পরিস্থিতিতে দর্শক ছাড়াই খেলছে কিংস। ঘরোয়া ফুটবলে সাম্প্রতিক সময়ে দর্শক শূন্য গ্যালারিতে খেলা হয়নি। ফেডারেশন কাপ, লিগের প্রথম আসরে সীমিত সংখ্যক দর্শক অনুমতি দিয়েছিল বাফুফে। গত বছর নেপালের বিরুদ্ধে আন্তর্জাতিক ম্যাচেও দর্শক ছিল। আশির দশকে আবাহনী-মোহামেডানের একটি ম্যাচ দর্শক শূন্য গ্যালারিতে হয়েছিল।
বিজ্ঞাপন
এই রিপোর্ট লেখা পর্যন্ত কিংস ২-০ গোলে উত্তর বারিধারার বিরুদ্ধে এগিয়ে আছে। ম্যাচের তখন মাত্র ৩০ মিনিট শেষ হয়েছে। তীব্র গরমে কুলিং ব্রেক দেওয়া হয়েছে এই ম্যাচে। ৩০ মিনিটের পর ২ মিনিটের জন্য কুলিং টাইম দেওয়া হয়েছিল।
এজেড/এমএইচ
বিজ্ঞাপন