রাজস্থানে প্রতিদ্বন্দ্বী বাড়ল মুস্তাফিজের
হঠাৎ যেন পড়েছিল ক্রিকেটারদের আইপিএল ছাড়ার হিড়িক। তাতে সবচেয়ে বেশি ক্ষতিটা হয়েছিল রাজস্থান রয়্যালসের। ইনজুরিতে টুর্নামেন্ট থেকে আগেই ছিটকে পড়েছিলেন জফরা আর্চার ও বেন স্টোকস। পরে জৈব সুরক্ষা বলয়ে থেকে হাঁপিয়ে যাওয়ায় লিয়াম লিভিংস্টোনও ছেড়েছিলেন আইপিএল।
পরে রীতিমতো বিদেশি সংকটে পড়ে গিয়েছিল রাজস্থান। চলে গিয়েছিলেন অ্যান্ড্রু টাই। একাদশে খেলা চারজনের বাইরে আর কোনো বিদেশি ছিল না দলটিতে। তবে এবার লিভিংস্টোনের বদলি খুঁজে নিয়েছে তারা। ২০ বছর বয়সী দক্ষিণ আফ্রিকান পেসার জেরাল্ড কোয়েটজিকে দলে নিয়েছে তারা।
বিজ্ঞাপন
দেশের হয়ে দুইটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রতিনিধিত্ব করেছেন কোয়েটজি। এখনো পর্যন্ত খেলেছেন আট টি-টোয়েন্টি। যেখানে ২৩.৩৩ গড়ে ৯ উইকেট নিয়েছেন এই পেসার। রোববার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচেও রাজস্থানের স্কোয়াডে থাকবেন তিনি।
চলতি আইপিএল খুব একটা ভালো কাটছে না রাজস্থানের। এখনো পর্যন্ত ছয় ম্যাচের মাত্র ২টিতে জিতেছে তারা। পয়েন্ট টেবিলেও আছে সপ্তম স্থানে। চলতি আইপিএলে নিজেদের সপ্তম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে মাঠে নামবে তারা।
বিজ্ঞাপন
এমএইচ