নতুন দিনে নতুন শুরুর প্রত্যয় শান্তর কণ্ঠে
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ধারবাহিক ব্যর্থতায় সবচেয়ে বড় দায় টপ অর্ডারের। ওপেনাররা সুবিধা করতে না পারায় ভালো শুরু পাচ্ছে না দল। যার প্রভাব পড়ছে দলের পারফরম্যান্সে। তাই সাম্প্রতিক সময়ে ব্যাপক সমালোচনা শুনতে হচ্ছে টপ অর্ডার ব্যাটারদের।
খারাপ সময় ভুলে শীঘ্রই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, এমনটাই মনে করেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে অধিনায়ক বলেন, ‘সাম্প্রতিক সময়ে টপ অর্ডাররা ভালো করেনি বা করছে না। কিন্তু কালকের দিনটা পুরোপুরি নতুন দিন এবং আপনি যেটা বললেন অনুশীলনে যার যে জায়গায় সমস্যা আছে সবাই শতভাগ দিচ্ছে। উন্নতির জায়গা যদি বলেন অবশ্যই আগের জায়গা থেকে সবাই ভালো অবস্থায় আছে।’
বিজ্ঞাপন
সবাই নিজেদের জায়গা থেকে উন্নতির চেষ্ট করছে। অনুশীলনেও যথেষ্ট সময় দিচ্ছে বলে মনে করেন শান্ত। তিনি বলেন, 'অনুশীলন দেখে বা নেটে ব্যাটিং করেছি সবাই তাতে মনে হয়েছে আগের থেকে ভালো অবস্থায় আছে। আগে কী হয়েছে এটা চিন্তা না করে কালকে একটা নতুন দিন। কালকে আমরা কেউই জানি না কে ভালো খেলবে, কে খারাপ খেলবে। নতুন দিনটায় আমার মনে হয় যে থিতু হবে, ভালো শুরু করবে তার খুব বড় দায়িত্ব খেলাটা কীভাবে শেষ করছে। আশা করছি যেভাবে আমাদের ব্যাটাররা প্রস্তুতি নিয়েছে ওইটা যদি বাস্তবায়ন করতে পারে তাহলে ভালো ম্যাচ হবে।’
শ্রীলঙ্কা ম্যাচের প্রস্তুতি নিয়ে শান্ত বলেন, ‘প্রস্তুতির কথা যদি বলেন তাহলে সবাই ভালোভাবে প্রস্তুত। আমার মনে হয় সুযোগ-সুবিধা যতটুকু ছিল ওইটা আমরা পুরোটা নেয়ার চেষ্টা করেছি। ভালো-খারাপ থাকবেই কিন্তু এর ভেতর থেকে যতটুকু ভালো জিনিসটা নেয়া যায়, অনুশীলন থেকে ওই জিনিসটা আমরা নেয়ার চেষ্টা করেছি। আমি মনে করি যে খুব ভালোভাবে খেলোয়াড়রা প্রস্তুত আছে।’
বিজ্ঞাপন
এসএইচ/এইচজেএস