নিরাপদে ক্রিকেটারদের বাড়ি পৌঁছানোর দায়িত্ব নিলো ভারতীয় বোর্ড
মাঝপথেই আইপিএল স্থগিত করতে বাধ্য হলো বোর্ড অফ কন্ট্রোল ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। টুর্নামেন্টের শুরু থেকেই এই নিয়ে চলছিল তুমুল সমালোচনা। কেন মৃত্যুপুরী ভারতে চলছে ক্রিকেট উৎসব এনিয়ে ক্ষুব্ধ ছিলেন অনেকে। তবে আইপিএল বন্ধ না করার ব্যাপারে অনড় ছিল বিসিসিআই।
তার আগেই নিজ দেশে ফিরে যান কেইন রিচার্ডসন, অ্যান্ড্র টাইরা। তখনই নিজেদের দেশে ফেরার ব্যাপারে উদ্বেগের কথা জানান ক্রিকেটাররা। কারণ করোনার কারণে ভারতের সঙ্গে এখন বেশির ভাগ দেশেরই ফ্লাইট বন্ধ। এই অবস্থায় কী করে দেশে ফিরবেন ক্রিকেটাররা, এটা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল।
বিজ্ঞাপন
তবে আইপিএল স্থগিত হয়ে যাওয়ার পর বিসিসিআই জানিয়েছে, ক্রিকেটারদের নিরাপদে বাড়ি ফেরানোর দায়িত্ব তাদের। এই নিয়ে তারা ইতোমধ্যেই কাজ শুরু করেছে বলেও এক বিবৃতিতে জানিয়েছে বিসিসিআই।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সব প্লেয়ারকে বাড়ি ফেরানো হচ্ছে। বিসিসিআই তাদের সাধ্যমতো সব ব্যবস্থা করছে। যাতে আইপিএলে অংশ গ্রহণকারীদের সুরক্ষিত ভাবে বাড়ি পাঠানো যায়।’
বিজ্ঞাপন
বিসিসিআইয়ের পক্ষ থেকে এই কঠিন সময়ে আইপিএল আয়োজন করতে পারার জন্য সমস্ত স্বাস্থ্যকর্মী, ক্রিকেটার, দলের কর্মী, এবং আইপিএলের সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ জানানো হয়।
এমএইচ/এটি