আইসিসির বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ এসেছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। বর্তমানে তিনদিনের হোটেল কোয়ারেন্টাইনে আছেন তারা। এই সিরিজের জন্য এরই মধ্যে নিজেদের প্রস্তুত করার কাজ শুরু করে দিয়েছেন প্রাথমিক দলে ডাক পাওয়া বাংলাদেশি ক্রিকেটাররা। তবে এতদিন ঐচ্ছিক অনুশীলন চললেও আজ (মঙ্গলবার) থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিক প্রস্তুতি পর্ব।

সূচি অনুযায়ী বিকেল সাড়ে চারটায় শুরু হবে তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের অনুশীলন প্রক্রিয়া। ৩ ঘণ্টার অনুশীলন শেষ হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের সবগুলো ম্যাচই দিবারাত্রির, এজন্য ফ্লাডলাইটের আলোর নিচে নিজেদের ঝালিয়ে নেবেন স্বাগতিকরা।

আজ অনুশীলন শেষে হোটেলে উঠবে গোটা দল। এজন্য গতকাল দ্বিতীয়বারের মতো করোনা পরীক্ষা করা হয়েছে খেলোয়াড়দের। যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সূত্র থেকে জানিয়েছে, ক্রিকেটার, সাপোর্ট স্টাফের সদস্য, গ্রাউন্ডসম্যান, ম্যাচ অফিসিয়াল এবং সম্প্রচারের দায়িত্বে থাকা সর্বমোট ৫১ জনের করোনাভাইরাস পরীক্ষা করা হয়, যাদের সবার ফলই নেগেটিভ এসেছে।

হোটেলের নির্দিষ্ট কর্মকর্তা ও গ্রাউন্ডসম্যানরা ইতোমধ্যে আইসোলেশেনে আছেন। শ্রীলঙ্কান দল রাজধানীর কারওয়ান বাজারের যে পাঁচতারকা হোটেলে কোয়ারেন্টাইনে আছে, একই হোটেলে আজ উঠবে বাংলাদেশ দলও। দুই দলের জন্য তিনটি ফ্লোর পুরোপুরি আলাদা করে রাখা হয়েছে।

শ্রীলঙ্কা সিরিজের জন্য টাইগারদের ঐচ্ছিক অনুশীলন শুরু হয় গত ২ মে। শুরুতে ক্যাম্পে যোগ দেন দেশে থাকা ক্রিকেটাররা। এরপর শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ শেষ করে এসে কোয়ারেন্টাইন প্রক্রিয়া কাটিয়ে এই অনুশীলনে যোগ দেন কয়েকজন। বাকিরা ছুটি কাটান। ঈদের ছুটি কাটিয়ে সবাই ঢাকায় ফিরেছেন। আজ থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিক অনুশীলন।

বোর্ডের মেডিক্যাল বিভাগ থেকে জানিয়েছে, ভারত থেকে ফেরা দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের কোয়ারেন্টাইন প্রক্রিয়া শিথিল হওয়ায় সোমবার রাতে তারা নিজ নিজ বাড়ি ফিরেছেন। আজই তারা অনুশীলনে যোগ দেবেন। অনুশীলন শেষে হোটেলে উঠবেন দুজনই।

টিআইএস/এটি