গতকালের (সোমবার) মতো আজও (মঙ্গলবার) হচ্ছে করোনাভাইরাসের ফলাফল ছাড়াই জাতীয় ফুটবল দলের অনুশীলন। সোমবার থেকে শুরু হয়েছে জামাল ভূঁইয়াদের কাতার সফরের ক্যাম্প। আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সকাল দশটায় শুরু হয় অনুশীলন। রোববার বিকেলে করোনাভাইরাস পরীক্ষা করানো হয়েছিল সকল ফুটবলার ও কোচিং স্টাফের সদস্যদের। তার ফলাফল গতকাল সন্ধ্যা নাগাদ পাওয়ার কথা থাকলেও টেকনিক্যাল জটিলতায় বিলম্ব হচ্ছে। 

বাফুফের মেডিক্যাল কমিটি সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে কোনো পজিটিভ হওয়ার সংবাদ এখনো আসেনি। আজ মঙ্গলবার দুপুরের দিকে মিলবে করোনা পরীক্ষার অফিসিয়াল ফলাফল। করোনা রিপোর্ট বিলম্বিত হলেও হেড কোচ জেমি ডে কাতার সফরের আগে অনুশীলন বিলম্বিত করেননি। ফল ছাড়াই প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। কাতারে অনুশীলন ম্যাচ খেলার সুযোগ না পেলে ঢাকাতেই চলবে জাতীয় দলের ক্যাম্প। সেক্ষেত্রে ২১-২২ মে'র পরিবর্তে বাংলাদেশ দল যাবে ৩০ মে। 

ফল পাওয়ার আগেই টানা দুদিন অনুশীলনে জেমি ডে’র শিষ্যরা। জেমি অবশ্য এটা নিয়ে চিন্তিত নন, গতকালই মিডিয়ায় এ নিয়ে বক্তব্য দিয়েছেন। 

ফুটবলাররা নেগেটিভ ফল নিয়ে লিগে খেললেও ঈদের ছুটিতে প্রায় সবাই বাড়ি গিয়েছেন। অনেকে বিমান যোগে ও বিভিন্ন মাধ্যমে নিজ জেলা থেকে পরিবারের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে এসেছেন। এজন্য পরীক্ষার ফল পাওয়ার আগ পর্যন্ত খানিকটা শঙ্কা থেকেই যায়। কেউ পজিটিভ হলে সেক্ষেত্রে অনুশীলনের পর অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকবে এবং পুরো ক্যাম্পেই ভীতিকর অবস্থা তৈরি হতে পারে।

ফুটবল ফেডারেশন ফুটবলারদের অনুশীলন খানিকটা স্বাস্থ্যবিধি মানিয়ে করার চেষ্টা করছে। তবে স্টেডিয়ামে নিয়োজিত নিরাপত্তা ও পরিচ্ছন্ন কর্মীরা প্রায়ই ফুটবলারদের কাছাকাছি যান। নেপাল সফরের আগে ক্যাম্প করার পর শেষ মুহূর্তে করোনা পজিটিভ হওয়ায় রহমত আর যেতে পারেননি দলের সঙ্গে। সেটি আমন্ত্রণমূলক টুর্নামেন্ট হলেও কাতারে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। 

এজেড/এটি/টিআইএস