এবি ডি ভিলিয়ার্স/ফাইল ছবি

একটা গুঞ্জন শুরু হয়েছিল অবসর ভেঙে তার জাতীয় দলে ফেরার। কিন্তু শেষমেশ সব গুঞ্জন উড়িয়েই দিলেন সাবেক দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের। জানিয়ে দিয়েছেন অবসর ভেঙে জাতীয় দলে ফেরার কোনো ইচ্ছেই নেই তার।

বছর তিনেক আগে জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন তিনি। এরপর চালিয়ে গেছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলা। সর্বশেষ খেলেছেন আইপিএলে। দারুণ পারফর্ম্যান্সে দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে দেখাচ্ছিলেন প্রথম আইপিএল শিরোপার আশা। সঙ্গে জানানও দিচ্ছিলেন, ‘আমি ফুরিয়ে যাইনি’। 

এরপরই তার ফেরার গুঞ্জন মাথাচাড়া দিয়ে ওঠে। গুঞ্জন আরও উসকে দেয় ডি ভিলিয়ার্সের এক বক্তব্য, যেখানে ইঙ্গিত ছিল তার দলে ফেরার। এমনকি কোচ মার্ক বাউচারের সঙ্গেও আলোচনা হয়েছিল তার। তবে সেসব গুঞ্জনে পানি ঢেলে তিনি জানিয়েছেন, ফিরছেন না জাতীয় দলে। 

দক্ষিণ আফ্রিকা বোর্ড বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ‘ডি ভিলিয়ার্সের সঙ্গে আলোচনা হয়েছে আমাদের। তিনি ঠিক করেছেন, অবসরের সিদ্ধান্তেই অটল থাকছেন তিনি।’