সিরিজ শুরু হতে আর বাকি ঘণ্টা চারেকের মতো সময়। এর আগেই এল দুঃসংবাদ। করোনায় আক্রান্ত হয়েছেন শ্রীলঙ্কার দুই ক্রিকেটার ও এক কোচ, বিষয়টি জানিয়েছেন লঙ্কান সাংবাদিক দানুষ্কা অরবিন্দ। এ ব্যাপারটি পরে নিশ্চিত করেছে ক্রিকইনফোও। এর ফলে সিরিজের প্রথম ওয়ানডে পড়ে গেছে শঙ্কায়।
এদিকে লঙ্কান আরেক সাংবাদিক রেক্স ক্লেমেন্টাইন জানাচ্ছেন, আক্রান্ত দুই খেলোয়াড় হলেন ইসুরু উদানা ও শিরান ফার্নান্দো। সঙ্গে কোচ চামিন্দা ভাসের শরীরেও পাওয়া গেছে করোনার অস্তিত্ব। রোববার সকালে প্রথম পিসিআর টেস্টের ফলাফলে এ খবর আসে। এখন অপেক্ষা দ্বিতীয় করোনা পরীক্ষার ফলাফলের। 

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী এসব দাবিতে সায় দিলেন না মোটেও। ঢাকা পোস্টকে তিনি বলেন, ‘শ্রীলঙ্কান সাংবাদিকরা কি হিসেবে পজিটিভ হওয়ার খবর ছড়াচ্ছে এটা আসলে আমার জানা নাই। কারণ আমরা নিজেরাই এখনো কোনো ফলাফল হাতে পাইনি। সকাল সাড়ে দশটা থেকে এগারটার মধ্যে ফল হাতে পাওয়ার কথা। এই ফল আসলে আমরা আপনাদেরকে জানাতে পারব সর্বশেষ তথ্য।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা এবার একসাথে অনেকগুলো টেস্ট করিয়েছি জন্য রেজাল্ট আসতে দেরি হচ্ছে। সব মিলিয়ে ৯৫ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।’

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বরত এক কর্তা জানিয়েছেন, টিমের বাইরে থাকা সবার করোনাভাইরাস পরীক্ষার ফল হাতে এসেছে। তাদের সবার ফল নেগেটিভ। শুধুমাত্র দুই দলের ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের করোনাভাইরাস পরীক্ষার ফল এখনো হাতে পায়নি তারা।

টিআইএস/এনইউ