বাংলাদেশ সিরিজ শেষেই লঙ্কান বোর্ডের সঙ্গে আলোচনায় ক্রিকেটাররা
নতুন ধরনের চুক্তি নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেটের সঙ্গে বিবাদ সৃষ্টি হয়েছে খেলোয়াড়দের। এসেছে এক যোগে অবসরের হুমকিও। এরই মধ্যে দলের ওপেনার কুশল পেরেরা জানালেন, বাংলাদেশের সঙ্গে সিরিজ শেষেই বিবাদ নিরসনে বোর্ডের সঙ্গে বসবেন ক্রিকেটাররা। আশাবাদ ব্যক্ত করলেন বিবাদ মিটে যাওয়ারও।
তিনি বলেন, ‘চুক্তি নিয়ে আমরা ভাবছি। আমাদের কোনো অসুবিধা হবে না তা বলতে পারছি না। সেটা বললে মিথ্যে কথা বলা হবে। তবে আমি আশা করছি বোর্ডের সঙ্গে কথা বলে বিষয়টি মিটিয়ে নেওয়া সম্ভব।’ সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বলেন তিনি।
বিজ্ঞাপন
শ্রীলঙ্কার বোর্ডের পক্ষ থেকে যে চুক্তির প্রস্তাব ক্রিকেটারদের দেওয়া হয়েছে তা মোটেও মানতে পারছেন না অ্যাঞ্জেলো ম্যাথিউসরা। আসন্ন চুক্তিতে স্বাক্ষর করলে গত বার থেকে তাদের আয় ক্মে যাবে প্রায় ৪০ শতাংশ। বোর্ডের পক্ষ থেকে জানান হয়েছে ক্রিকেটারদের পারফর্ম্যান্সের ভিত্তিতেই এ চুক্তি তৈরি করা হয়েছে।
বাংলাদেশ সিরিজ শেষে ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলবে লঙ্কানরা। সমস্যা না মিটলে সে সিরিজও পড়ে যাবে ধোঁয়াশায়।
এর আগে বাংলাদেশ সিরিজে আপাতত পূর্ণ মনোযোগ তাদের। পেরেরা বললেন, ‘আমরা এই সিরিজটা জিততে চাই। ফিরে গিয়ে বোর্ডের সঙ্গে চুক্তির বিষয়ে কথা বলব। সবাইকে বলেছি ভয়ডরহীন ক্রিকেট খেলতে। মনে ভয় থাকলে কখনও সেরাটা বেরিয়ে আসতে পারে না।’
বিজ্ঞাপন
এনইউ/এটি