জিম্বাবুয়ে সিরিজে টি-টোয়েন্টি বাড়াতে টেস্ট কমিয়েছে বাংলাদেশ
চলতি বছর ভারতের মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এই টুর্নামেন্টের আগে একাধিক সিরিজ খেলবে বাংলাদেশ দল। আগামী জুলাই মাসে জিম্বাবুজে সফরের সূচি রয়েছে। পূর্ণাঙ্গ সিরিজটিতে একটি টি-টোয়েন্টি ম্যাচ বাড়াতে একটি টেস্ট কম খেলবে টাইগাররা।
এ প্রসঙ্গে ঢাকা পোস্টকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘নির্ধারিত সময়েই আমরা জিম্বাবুয়ে সিরিজ যাব। সেখানে পূর্ণাঙ্গ সিরিজ খেলব আমরা। তবে একটি টেস্ট ম্যাচ কমানো হয়ছে, বাড়তি একটি টি-টোয়েন্টি খেলার জন্য।’
বিজ্ঞাপন
আগামী ৩১ মে থেকে শুরু হবে স্থগিত থাকা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। এর জন্যই জিম্বাবুয়ে সূচিতে পরিবর্তনের কথা জানান আকরাম। তবে বাড়তি টি-টোয়েন্টি আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছেন তিনি। জিম্বাবুয়ে সফর শেষে দেশে ফিরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল।
আইসিসির ফিউচার ট্যুর অনুযায়ী জিম্বাবুয়ে সফরে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলার কথা ছিল টাইগারদের। সফরে একটি টেস্ট কমে ৩ ম্যাচের টি-টোয়েন্টি খেলবে দুই দল। সফরের প্রথম ম্যাচ আগামী ৭ জুলাই, সাদা পোশাকের ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। তার আগে ২৯ জুন জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল।
বিজ্ঞাপন
টিআইএস/এটি