বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে অনেকটা খুড়িয়ে খুড়িয়ে চলছে ব্রাদার্স ইউনিয়ন। ডাগ আউটে কোচ নেই, ঝুলিতে পয়েন্টও নেই। ১৬ ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে আরামবাগের সঙ্গে পয়েন্ট টেবিলের নিচে এবং রেলিগেশন জোনে। রেলিগেশন এড়াতে আর ম্যাচ রয়েছে আটটি। 

এমন কঠিন সময়ে দলের দায়িত্ব নিতে আসছেন ইরানি বংশোদ্ভূত জার্মান কোচ রেজা পার্কাস। তিনি জার্মানি থেকে আজ রওনা হয়েছেন আগামীকাল ভোরে ঢাকায় পৌছানোর কথা। সরকারের বিধি অনুযায়ী কোয়ারেন্টিন করে এমিলি, মিশুদের নিয়ে অনুশীলনে নামবেন রেজা পার্কাস। 

ব্রাদার্স ইউনিয়নের অন্যতম পরিচালক আমের খান কোচের বিষয়ে বলেন, ‘রেজা পার্কাসের সঙ্গে আমাদের চুক্তি আগেই হয়েছে। জার্মানিতে লকডাউন ছিল। বাংলাদেশের ফ্লাইট নিষেধাজ্ঞা ছিল। তিনি আসার জন্য প্রস্তুত থাকলেও আসতে পারেননি। এখন দুই দেশের ফ্লাইট চলাচল শুরু হয়েছে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় তিনি আসছেন।’

মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও উত্তর বারিধারা যথাক্রমে ১০ এবং ১২ পয়েন্ট নিয়ে আরামবাগ ও ব্রাদার্সের উপরে। রেলিগেশন এড়াতে হলে বাকি আট ম্যাচে এই দুই দলকে টপকাতে হবে ঐতিহ্যবাহী ব্রাদার্সকে। বেশ কঠিন পরিস্থিতি তবে এখনই হাল ছাড়তে চান না আমের, ‘আমাদের সামনে কঠিন সময়। আশা করি ব্রাদার্স তার ঐতিহ্য সমুন্নত রাখতে পারবে। সিনিয়র ফুটবলার রয়েছে এবং রেজা কোচ হিসেবেও ভালো। বাকি আট ম্যাচে ব্রাদার্স ঘুরে দাড়াবে।’

ব্রাদার্স ইউনিয়ন চলতি মৌসুম শুরু করেছিল আব্দুল কাইয়ুম সেন্টুকে কোচ দিয়ে। সেন্টু কয়েক ম্যাচ পরেই ব্যক্তিগত কারণে চলে যান। এর পর থেকে হেড কোচ অনিয়মিত গোপীবাগের দলটি। দ্বিতীয় লেগের চারটি ম্যাচে ম্যানেজার আমের খান ট্যাকনিক্যাল এরিয়ায় দাড়িয়েছেন মাঝে মধ্যে।

অবনমন অঞ্চলে লড়াই যাদের

দল ম্যাচ পয়েন্ট অবস্থান
উত্তর বারিধারা ১৫ ১২ ১০
মুক্তিযোদ্ধা ১৫ ১০ ১১
ব্রাদার্স ইউনিয়ন ১৬ ১২
আরামবাগ ১৬ ১৩
 

এজেড/এটি