তামিম ইকবাল/বিসিবি

ঘরের মাঠে একদিনের ক্রিকেটে বাংলাদেশ দল অপ্রতিরোধ্য বললেও নেহায়েত ভুল বলা হবে না। সেখানে এবার তুলনামূলক দ্বিতীয় সারির দল পাঠিয়েছে শ্রীলঙ্কা। সুযোগটা নষ্ট করেনি টাইগাররা। এর আগে লঙ্কানদের বিপক্ষে কখনোই পঞ্চাশ ওভারের সিরিজ জিততে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। এবার সে আক্ষেপ ঘুচিয়েছে বাংলাদেশ।

প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে সিরিজ হারিয়ে ইতিহাস সৃষ্টি করেও খুশি নন অধিনায়ক তামিম ইকবাল। কারণ, দল যে নিখুঁত খেলেনি! 

তুলনামূলক দুর্বল লঙ্কান বোলারদের সামাল দিতে হিমশিম খাচ্ছে স্বাগতিক টপ অর্ডার। প্রথম ম্যাচে দলীয় একশো রান তোলার আগেই চার উইকেট হারিয়ে বসে বাংলাদেশ দল। দ্বিতীয় ম্যাচের উইকেট আরও বেশি ব্যাটসম্যানদের পক্ষে ছিল। তবু ৭৪ রান তুলতেই আউট হন প্রথম দিকের চার ব্যাটসম্যান। আগের ম্যাচের মতো এ ম্যাচেও ত্রাতা হয়ে আসেন মুশফিক ও মাহমুদউল্লাহ। 

ম্যাচ শেষে তাদের প্রশংসা বন্যায় ভাসান তামিম, ‘যদি আপনি আজকের ম্যাচের দিকে তাকান, আমরা শুরুতে বেশ কিছু উইকেট হারিয়ে বসেছিলাম। এক পর্যায়ে ২০০ রানও অনেক কঠিন মনে হচ্ছিল। এরপর মুশফিক দুর্দান্ত খেলেছে, মাহমুদউল্লাহ কিছু অবদান রেখেছে। শেষমেশ আমরা কোনরকম এক স্কোর করেছি আমি বলবো। প্রথম ম্যাচের চেয়ে এই ম্যাচের উইকেট ভালো ছিল।’

সিরিজ জয়ের ম্যাচে ২৪৬ রানের পুঁজি নিয়েও বৃষ্টি আইনে ১০৩ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এজন্য নিজদের দায়িত্ব ঠিকঠাক পালন করেছেন বোলাররা। দলের বোলিং বিভাগ নিয়ে বেশ খুশি অধিনায়ক।

তামিম জানান, ‘বোলাররা ছিল অসাধারণ। যেভাবে অভিষেকে শরিফুল ইসলাম বল করেছে, কনকাশন ইস্যুর পর তাসকিন হুট করে এসেই যেভাবে বল করেছে তা দারুণ কিছু। মিরাজ আরও একবার দুর্দান্ত ছিল, সাকিবও ভালো করেছে। বোলিং ডিপার্টমেন্ট নিয়ে আমি খুশি, ফিল্ডিং ডিপার্টমেন্টে আমরা ভালো ফিল্ডিং করা শুরু করেছি।’

সিরিজ শুরুর আগেই তামিমের দুর্ভাবনা বাড়াচ্ছিল ফিল্ডিং। দৃষ্টিকটু ক্যাচ হয়তো ফসকায়নি বাংলাদেশের, তবে গতকাল মঙ্গলবার   দ্বিতীয় ওয়ানডেতেও ক্যাচ হাতগলে বেরিয়ে গেছে বাংলাদেশি ফিল্ডারদের। তামিম নিজেই তো শেষ দিকে ক্যাচ ছেড়েছেন একটা। বাংলাদেশ অধিনায়ক তাই এক্ষেত্রে উন্নতির জায়গা দেখছেন আরও। বললেন, ‘সিরিজের আগে আমি বলেছিলাম আমাদের ফিল্ডিংয়ে উন্নতি করতে হবে। আমরা ভালো কিছু ক্যাচ নিয়েছি। তবে যেসব ক্যাচ আমরা নিতে পারিনি সেসব ক্যাচ ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। হয়তো আজ এটার দরকার পড়েনি, তবে কাল এটার দরকার পড়তেও পারে। আমরা যদি সেসব ক্যাচও নিতে পারি তাহলে আমি খুবই খুশি অধিনায়ক হব।’

টিআইএস/এনইউ