শ্রীলঙ্কাকে প্রথম দুই ওয়ানডেতে হারিয়ে সিরিজ নিশ্চিত হয়ে গেছে। গড়া হয়ে গেছে ইতিহাসও। এবার বাংলাদেশের লক্ষ্য হোয়াইটওয়াশ। মিরপুরে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের সবশেষ খবর জানাচ্ছে ঢাকাপোস্ট

শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করা হলো না বাংলাদেশের

প্রথম দুই ম্যাচেই এসেছিল দারুণ জয়। তাতে স্বপ্ন বোনা শুরু হয়েছিল লঙ্কানদের প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ করার। কিন্তু সেই স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের। তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে টাইগাররা হেরে গেছে ৯৭ রানে।

সাদামাটা বিদায় মোসাদ্দেকের

শুরু থেকে খেলছিলেন বেশ দেখে ও বুঝে। মুশফিকুর রহিমের সঙ্গে জুটি বেঁধেছিলেন। তিনি ফিরলেও মোসাদ্দেক খেলছিলেন বেশ ধীরস্থিরভাবে। তুলে নিয়েছিলেন ফিফটিও। কিন্তু এরপরই একদম সাদামাটাভাবে আউট হয়ে গেছেন মোসাদ্দেক। রামেশ মেন্ডিসের বলে আভিস্কা ফার্নান্দোর হাতে সহজ ক্যাচ দিয়েছেন তিনি। তার আগে ৩ চার ও ১ ছক্কায় ৭২ বলে ৫১ রান করেছেন মোসাদ্দেক।

ফিরলেন মুশফিকুর রহিম

শুরুতে তিন উইকেট পড়ে গিয়েছিল। ২৮ রানে ফিরেছিলেন তিন টপ অর্ডার ব্যাটসম্যান। এরপর মোসাদ্দেককে নিয়ে দলের হাল ধরেছিলেন মুশফিকুর রহিম। দুইজন মিলে গড়েছিলেন ৫৬ রানের জুটি। ভালো কিছুর আশা দেখা শুরু করেছিল টাইগার সমর্থকরা। এমন সময়ই ৫৪ বলে ২৮ রান করে সাজঘরে ফেরত গেছেন মুশফিক।

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

প্রথম দুই ওয়ানডেতে সহজ জয়ের পর প্রত্যাশা ছিল হোয়াইট ওয়াশের। কিন্তু তৃতীয় ম্যাচে সেই পথে নেই বাংলাদেশ। ২৮৭ রানের লক্ষ্যে খেলতে নেমে রীতিমতো ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিকরা। ২৮ রানেই হারিয়ে ফেলেছে তিন টপ অর্ডার ব্যাটসম্যানের উইকেট। সর্বশেষ ২৯ বলে ১৭ রান করে আউট হয়েছেন অধিনায়ক তামিম ইকবাল। বাংলাদেশের তিনটি উইকেটই নিয়েছেন দুশমন্থ চামিরা।

ফের ব্যর্থ সাকিব

ব্যাট হাতে যেন নিজেকে হারিয়ে খুঁজছেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও ব্যর্থ হয়েছেন তিনি। প্রথম ওয়ানডেতে ৩৪ বলে ১৫ ও দ্বিতীয় ম্যাচে ৩ বলে ০ রানে আউট হওয়ার পর তৃতীয় ওয়ানডেতেও ব্যর্থ হয়েছেন সাকিব। ৭ বলে ৪ রান করে আউট হয়েছেন চামিরার বলে।

আউট নাঈম

প্রথম দুই ম্যাচে ছিলেন না স্কোয়াডে। তৃতীয় ম্যাচে তাকে অন্তর্ভুক্ত করা হয় স্কোয়াডে, নেওয়া হয় একাদশে। কিন্তু তার প্রতিদান দিতে ব্যর্থ হলেন এই ওপেনার। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলে স্লিপে ক্যাচ দিয়ে ২ বলে ১ রান করে আউট হয়ে গেছেন তিনি।

বাংলাদেশের লক্ষ্য ২৮৭

ওপেনিংয়ে মিলছিল ভালো কিছুর আভাস। তবে এক ওভারে দুই উইকেট তুলে নিয়ে তাসকিন তাতে বাগড়া দেন কিছুটা। পরে দুই কুশলের জুটিতে লঙ্কানদের প্রত্যাশাটা বেড়েছিল আরও। যদিও শেষ অবধি আর সেটা তত বড় হয়নি। অধিনায়কের সেঞ্চুরিতে ৬ উইকেটে ২৮৬ রানে থেমেছে লঙ্কানদের ইনিংস।

লঙ্কানদের পঞ্চম উইকেট গেল রান আউটে

আগের চারটির তিনটিই নিয়েছিলেন তাসকিন আহমেদ। একটি পেয়েছিলেন শরিফুল ইসলাম। এবার লঙ্কানদের পঞ্চম উইকেট গিয়েছে রান আউটে। শরিফুলের ডিরেক্ট হিটে ৯ বলে ৭ রান করে আউট হয়েছেন নিরোশান ডিকভেলা।

স্কোর : ২৩৩/৫ শ্রীলঙ্কা (৪৩ ওভার)

পেরেরাকে ফেরালেন শরিফুল

সেঞ্চুরি করেও ছুঁটছিলেন কুশল পেরেরা। অবশেষে তার ওই যাত্রা থামিয়েছেন শরিফুল ইসলাম। আগের ম্যাচেই ওয়ানডে অভিষেক হওয়া এই পেসার ম্যাচে পেয়েছেন নিজের প্রথম উইকেট।  ১১ চার ও ১ ছক্কায় ১২২ বলে ১২০ রান করে সাজঘরে ফেরত গেছেন পেরেরা। 

স্কোর : ২১৬/৪

পেরেরার সেঞ্চুরি

উইকেটের এক প্রান্তে যখন আসা-যাওয়ার মিছিল। অন্য প্রান্তে অবিচলভাবে ব্যাটিং করে যাচ্ছিলেন কুশল পেরেরা। তবে তাকে সেঞ্চুরি আক্ষেপে পুড়িয়ে সাজঘরে পাঠানোর সুযোগ ছিল। কিন্তু ব্যক্তিগত ৯৯ রানে জীবন পান তিনি। মুস্তাফিজের বলে তার ক্যাচ ছেড়ে দেন মাহমুদউল্লাহ রিয়াদ। এরপরই নিজের ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নিয়েছেন লঙ্কান অধিনায়ক।

তাসকিনই ভাঙলেন লঙ্কানদের জমে যাওয়া জুটি

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে যেন নিজেকে নতুন করে চেনাচ্ছেন তাসকিন আহমেদ। সফরকারীদের যাওয়া তিন উইকেটের সবগুলোই নিয়েছেন তিনি। ৮২ রানে প্রথম দুই উইকেট যাওয়ার পর কুশল মেন্ডিস ও কুশল পেরেরা মিলে জমিয়ে তুলেছিলেন জুটি। ৩৬ বলে ২২ রান করা মেন্ডিসকে সাজঘরে ফিরিয়ে সেটা ভেঙেছেন তাসকিন। তাকে ক্যাচ বানিয়েছেন তামিমের হাতে।

জোড়া আঘাত তাসকিনের

শুরু থেকে লঙ্কান ব্যাটিং লাইন আপ যেন রীতিমতো উড়ছিল। সেই উড়তে থাকা লঙ্কানদের যেন এক ওভারেই মাটিতে নামিয়ে আনলেন তাসকিন। গুনাথিলাকার পর পাথুম নিসাঙ্কাকেও তুলে নিয়েছেন তিনি। তার অফ স্ট্যাম্পের বাইরে লাফিয়ে ওঠা বলে ব্যাট চালিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন লঙ্কান ব্যাটার নিসাঙ্কা।

শ্রীলঙ্কা ৮২-২

তাসকিনের আঘাতে বাংলাদেশ শিবিরে স্বস্তি

ঝোড়ো ব্যাটিংয়ে বাংলাদেশ শিবিরে রীতিমতো অস্বস্তিই সৃষ্টি করেছিলেন দুই লঙ্কান ওপেনার। তবে একজনকে ফিরিয়েছেন তাসকিন। ধানুষ্কা গুনাথিলাকাকে বোল্ড করে সাজঘরে ফিরিয়ে দলে স্বস্তি ফিরিয়েছেন তিনি।

শ্রীলঙ্কা ৮২-১ 

ঝোড়ো সূচনা শ্রীলঙ্কার

আগের দুই ম্যাচে হারে সিরিজ হাতছাড়া হয়ে গেছে। তবে তৃতীয় ম্যাচে যেন মিলছে অন্য শ্রীলঙ্কার দেখা। শুরু থেকেই বোলারদের ওপর চড়াও দুই লঙ্কান ওপেনার ধানুষ্কা গুনাথিলাকা ও কুশল পেরেরা। তাতে প্রথম দশ ওভারে লঙ্কানরা তুলে নিয়েছে ৭৭ রান।

শ্রীলঙ্কা দলে তিনজনের অভিষেক

প্রথম দুই ওয়ানডে হেরে বড়সড় পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। লাকশান সান্দাকান, ইসুরু উদানা ও আশেন বান্দারা বাদ পড়েছেন একাদশ থেকে। অভিষেক হয়েছে রমেশ মেন্ডিস, চামিকা করুণারত্নে, বিনুরা ফার্নান্দোর।

শ্রীলঙ্কা দল : কুশল পেরেরা, ধানুষ্কা গুনাথিলাকা, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, নিরোশান ডিকওয়েলা, ধনাঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, রমেশ মেন্ডিস, চামিকা করুণারত্নে, বিনুরা ফার্নান্দো, দুশমন্থ চামিরা।

বাদ পড়লেন লিটন, ফিরলেন নাঈম

প্রথম দুই ওয়ানডেতে ব্যর্থতার বলি হিসেবে বাদ পড়লেন লিটন দাস। তার পরিবর্তে দলে ফিরেছেন মোহাম্মদ নাঈম। আর আগের ম্যাচে কনকাশনের শিকার হওয়া সাইফউদ্দিনকে এদিন রাখা হয়েছে দলের বাইরে, দ্বিতীয় ম্যাচে তার জায়গায় কনকাশন বদলি হিসেবে দলে আসা তাসকিন আহমেদ প্রথম একাদশে ফিরেছেন আজ।

বাংলাদেশ দল : তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রথম দুই ওয়ানডের মতো এবার আর ভাগ্য সুপ্রসন্ন হয়নি অধিনায়ক তামিম ইকবালের। টসে হেরেছেন আজ। ওদিকে শ্রীলঙ্কা টসে জিতে নিয়েছে ব্যাট করার সিদ্ধান্ত।

টসে হলো দেরি

সকালেও বৃষ্টি হয়েছে, মিরপুরের আকাশে এখনো আছে মেঘের আনাগোনা। ফলে আউটফিল্ডও শুকায়নি। টসটাও হচ্ছে নির্ধারিত সময়ের দশ মিনিট পরে।

নিখুঁত ক্রিকেটের মন্ত্রে হোয়াইটওয়াশের মিশনে বাংলাদেশ

ইতিহাস হয়েছে, শ্রীলঙ্কাকে প্রথমবারের মতো হারানো গেছে কোনো ওয়ানডে সিরিজে। ওঠা গেছে আইসিসি ওয়ানডে সুপার লিগের শীর্ষেও। তবু কোথায় যেন একটু অতৃপ্তি রয়ে গেছে। তামিম-মুশফিকরা জানিয়েছেন, নিখুঁত ক্রিকেটটা এখনো খেলতে পারেনি বাংলাদেশ। তৃতীয় ওয়ানডেতে সেই নিখুঁত ক্রিকেট খেলেই হোয়াইটওয়াশটা চায় টাইগাররা। সে লক্ষ্যেই আজ মাঠে নামছে অধিনায়ক তামিম ইকবালের দল।