বুমরাহকে নিয়ে তার স্ত্রীর কাছে যা বললেন মিরাজ
ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক স্কোয়াডে ছিলেন জাসপ্রীত বুমরাহ। তবে ইনজুরির কারণে শেষ মুহূর্তে দল থেকে ছিটকে যান তারকা এই পেসার। বুমরাহ না থাকলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে রয়েছেন তার স্ত্রী সাঞ্জানা গণেশন। মূলত তিনি আইসিসির হোস্ট হিসেবে কাজ করে থাকেন।
সম্প্রতি আইসিসির প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের সঙ্গে কথা বলতে।
বিজ্ঞাপন
Mehidy Hasan Miraz is happy to not face Jasprit Bumrah in the #ChampionsTrophy #BANvIND #Cricket #CricketReels
Posted by ICC - International Cricket Council on Wednesday, February 19, 2025
সেখানে দেখা যায় সাঞ্জানাকে মিরাজ বলছেন বুমরাহ সম্পর্কে, 'সে খুবই ভিন্ন রকমের একজন বোলার, খুবই ভিন্ন রকমের। আর ভীষণ বিপজ্জনক।' পরে সাঞ্জানা মনে করিয়ে দেন বুমরাহর না থাকা নিয়ে, 'সে কিন্তু এখানে (চ্যাম্পিয়ন্স ট্রফিতে) খেলছে না।' পরক্ষণে মিরাজ বলেন, 'আমি জানি। আমরা সে কারণে খুবই খুশি, খুবই (হাসি)। সে ভীষণ বিপজ্জনক।'
বিজ্ঞাপন
পরে মিরাজ বুমরাহর শারীরিক অবস্থার জানতে চেয়ে বলেন, 'সে এখন কেমন আছে? সে কি সুস্থ হয়েছে?' সাঞ্জানা উত্তর দেন, 'হ্যাঁ, সে সুস্থ আছে। সে এখন (ভারতের) জাতীয় ক্রিকেট একাডেমিতে (এনসিএ) অনুশীলন করছে।'
আরও পড়ুন
পরবর্তীতে বুমরাহকে নিয়ে মিরাজ বলেন, 'সবাই তাকে সমীহ করে, প্রত্যেক ব্যাটার। (গত সেপ্টেম্বর-অক্টোবরে) কানপুর টেস্টে আমি দুবার তার বিপরীতে আউট হয়েছি। সে অনেক উন্নতি করেছে। সে দুই দিকেই সুইং করাতে পারে।'
এসএইচ/এফআই