হ্যাটট্রিকের উল্লাস আলাউদ্দিন বাবুর/বিসিবি

লিজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে দারুণ এক কীর্তি গড়লেন ব্রাদার্স ইউনিয়নের আলাউদ্দিন বাবু। আজ বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ২৯ বছর বয়সী ডানহাতি এ পেসার পঞ্চম বাংলাদেশি বোলার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে পেয়েছেন হ্যাটট্রিকের স্বাদ। 

রূপগঞ্জের ইনিংসের শুরু থেকেই ব্রাদার্স ইউনিয়ন চাপ ধরে রেখেছিল। শেষ ধাক্কাটা দেন বাবু। সে ওভারের শেষ দুই বলে মুক্তার আলী ও সোহাগ গাজীকে ফেরান তিনি। ফের আঘাত হানেন ২০তম ওভারে। নাবিল সামাদকে ফিরিয়ে স্বাদ নেন হ্যাটট্রিকের। এ ম্যাচে ৩.১ ওভার বল করে তিনি ২১ রানের বিনিময়ে নিয়েছেন ৪ উইকেট। টি-টোয়েন্টি ক্রিকেটে এটিই তার ক্যারিয়ার সেরা বোলিং।

আন্তর্জাতিক ক্রিকেটে এখনো খেলার সুযোগ পাননি আলাউদ্দিন বাবু। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ২০১০ সালে। এরপর ঘরোয়া ক্রিকেটে দাপটের সঙ্গেই খেলে যাচ্ছেন এই ক্রিকেটার। এবারও সেই ধারাবাহিকতা ধরে রাখলেন রংপুরের এই খেলোয়াড়।

বৃহস্পতিবার টস জিতে ব্যাটিং করতে নামে রূপগঞ্জ। দলের হয়ে সর্বোচ্চ ২৮ বলে ৩৮ রান তুলেন অধিনায়ক নাঈম ইসলাম। ১৮ বলে ২৩ রান অভিজ্ঞ সাব্বির রহমানের ব্যাটে। আলাউদ্দিন বাবু শিকার করেন ৪ উইকেট। তার বোলিং ফিগারটা এমন ৩.১-০-২১-৪! সুজন হাওলাদার ও সাকলাইন সজীব দুজনেই ৩ ওভার বোলিং করে নেন ২টি করে উইকেট।

টিআইএস/এটি