ইনজুরি, কোভিডের জন্য দল থেকে ছিটকে যাচ্ছিলেন অনেকে। ফলে জেমি ডে’র চূড়ান্ত দল গড়তে খুব সমস্যায় পড়তে হয়নি। ২৩ জন খেলোয়াড় নিয়ে কাতার রওনা হয়েছিলেন জেমি। কাতার পৌঁছানোর ৩ দিন পর ফরোয়ার্ড ইব্রাহিম পৌঁছান।

গতকাল ম্যানেজার্স মিটিংয়ের আগে ২৩ জনের নাম জমা দিতে হয়েছে বাংলাদেশকে। সেখানে কোচ ঢাকা থেকে উড়িয়ে আনা ইব্রাহিমকেই বাদ দিয়েছেন। ম্যানেজার ইকবাল হোসেন বলেন, ‘আমরা ইব্রাহিমের নাম বাদেই ২৩ জনের নাম দিয়েছি।’

টুর্নামেন্টে সাধারণত চূড়ান্ত দল ঘোষণার পর ইনজুরিতে আক্রান্ত হলে ফুটবলার পরিবর্তনের সুযোগ রয়েছে। এটি টুর্নামেন্ট না হওয়ায় প্রতি ম্যাচের আগের দিন ২৩ জনের নাম দিতে হবে প্রতি দলকে। ফলে ইব্রাহিমের অন্য দুই ম্যাচে ২৩ জনের মধ্যে থাকা সম্ভাবনা রয়েছে। 

আরেক ফরোয়ার্ড মাহবুবুর রহমান সুফিল করোনার জন্য দলের সঙ্গে দোহা যেতে পারেননি। আপাতত আর তাকে না নিয়ে ভাবছে না কোচ। বিশ্বনাথকে ক্লাব না ছাড়ায় তাকেও আর পুনরায় ডাকবেন না কোচ৷ 

প্রতি ম্যাচের আগেই প্রতি দলকে করোনা পরীক্ষা হবে। বাংলাদেশ দলের নয় জনের ভ্যাকসিন থাকায় তাদের আর করোনার নমুনা দিতে হবে না। 

এজেড/এনইউ